Home World গাজার একাধিক নার্সারি স্কুলে রকেট লঞ্চার, মর্টার সেলের হদিশ

গাজার একাধিক নার্সারি স্কুলে রকেট লঞ্চার, মর্টার সেলের হদিশ

by Mahanagar Desk
6 views

মহানগর ডেস্ক: গাজার একাধিক নার্সারি স্কুলে রকেট লঞ্চার ও মর্টার সেলের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করল ইজরায়েল সেনাবাহিনী। আগের দাবিমতোই তাদের দাবি হামাস তাদের হানাদারির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রগুলিকে ব্যবহার করছে।

সেনাবাহিনীর অভিযানের ভিডিও শেয়ার করে এক্সে (পূর্বতন টুইটার) ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজার উত্তর অঞ্চলে আরপিজি,মর্টার সেল ও অন্যান্য অস্ত্রশস্ত্র কিন্ডারগার্টেন ও শিশুদের স্কুলে হদিশ পেয়েছে সেনাবাহিনী। কিন্ডারগার্টেনে খেলনা রাখার কথা, সেখানে বিপজ্জনক অস্ত্র মজুত রাখা উচিত নয়। ভিডিওয় দেখা গিয়েছে একটি ভবনের একেবার সংকীর্ণ গলিতে মর্টার সেলগুলি একের পর এক রাখা রয়েছে। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে স্কুল থেকে সেনাবাহিনীর বাজেয়াপ্ত করা একাধিক রকেট লঞ্চার ও অস্ত্রশস্ত্র।

অতিসম্প্রতি গাজার হাসপাতালগুলি ইজরায়েল সেনাবাহিনী ও হামাসের মধ্যে সশস্ত্র লড়াইয়ে কেন্দ্র হয়ে উঠেছে। ইজরায়েলের অভিযোগ হামাস সাধারণ নাগরকিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে নাগরিক এলাকায় ভয়ঙ্কর বোমা বর্ষণ নিয়ে সমালোচনার জবাবে ইজরায়েল সেনা পাল্টা অভিযোগ করেছে বিভিন্ন স্কুল ও হাসপাতালগুলিকে আত্মগোপন করার জায়গা হিসেবে কাজে লাগাচ্ছে হামাস। এর আগে সেনাবাহিনী দাবি করেছিল একটি হাসপাতালের বেসমেন্টে বিস্ফোরক জ্যাকেট ও হ্যান্ড গ্রেনেডের হদিশ পেয়েছে তারা।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved