Home World চিনে ভয়াবহ ভূকম্পে মৃত অন্তত ১১৬, নিখোঁজ অসংখ্য

চিনে ভয়াবহ ভূকম্পে মৃত অন্তত ১১৬, নিখোঁজ অসংখ্য

by Mahanagar Desk
10 views

মহানগর ডেস্ক: চিনে ভয়াবহ ভূকম্পে অন্তত ১১১জনের মৃত্যু হয়েছে। চিনের উত্তরপূর্বে ভূকম্পে একের পর এক বাড়ি ভেঙে পড়ায় মৃত্যুর ঘটনা ঘটে। প্রচণ্ড ভূকম্পে গাংশু প্রদেশে শ খানেক মানুষের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন অসংখ্য। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে হয়ডং শহরে ভূকম্পের জেরে ১১জনের মৃত্যু হয়েছে। ভূকম্পের জেরে অসংখ্য বাড়ি ধসে পড়েছে। আতঙ্কে মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে আসেন। মঙ্গলবার ভোরে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে নামে উদ্ধারকারী দল। চিনের প্রেসিডেন্ট জি জিংপিন নিখোঁজদের খুঁজে বের করতে এবং ত্রাণ বণ্টনে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

সেইসঙ্গে যাঁরা বেঁচে গিয়েছেন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সম্পত্তি রক্ষারও নির্দেশ দিয়েছেন তিনি। ভূকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। কুইংহাই প্রদেশের সীমান্তবর্তী গাংশুতে ভূকম্প ধ্বংসলীলা চালায়। হংডং তার পাশেই অবস্থিত। ভূকম্পের উৎসস্থল ছিল গাংশু প্রদেশের দক্ষিণ পশ্চিম থেকে একশো কিলোমিটার দূরে গাংশুপ্রদেশের লাংঝোউয়ে। প্রথমবার ভূকম্পের পর একাধিক ছোটখাটো আফটারশক অনুভূত হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved