Home World ভারতের জাতীয় পতাকার অবমাননা! এফআইআর ইউক্রেনের গায়িকার বিরুদ্ধে

ভারতের জাতীয় পতাকার অবমাননা! এফআইআর ইউক্রেনের গায়িকার বিরুদ্ধে

by Admin
1 views

মহানগর ডেস্কঃ মঞ্চে গান গাইতে গাইতে ভারতের জাতীয় পতাকা ছুড়ে ফেললেন ইউক্রেনের গায়িকা উমা শান্তি। ইউক্রেনের জনপ্রিয় গায়িকা উমা শান্তি পুনের একটি নাইট ক্লাবে রবিবার রাতে পারফর্ম করছিলেন। তখনই এই ঘটনা ঘটিয়ে বসেন বিতর্কিত গায়িকা। ভারতের স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্য়েও ওই কনসার্টের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটে এমন নক্কারজনক ঘটনা।

ইতিমধ্যেই উমা শান্তির বিরুদ্ধে কেরেগাও পার্ক পুলিশ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে। উমা শান্তি এবং ওই কনসার্টের আয়োজক কার্তিক মোরেনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত, জানান থানার সিনিয়র পুলিশ আধিকারিক বিষ্ণু তামানে। ইন্সপেক্টর সন্দীপ জোরে এই মামলার তদন্ত করছেন।

এফআইআরের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে নাচছিলেন উমা শান্তি। নাচ শেষ হতেই দর্শকদের দিকে সেই পতাকা ছুড়ে দেন গায়িকা। ইউক্রেনের ব্যান্ড শান্তি পিপল-এর প্রধান মুখ উমা শান্তি। গায়িকার বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ আইনের ১১০ নম্বর ধারা, এবং জাতীয় মর্যাদা সংরক্ষন আইনের ২ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ইউক্রেনের ব্যান্ড ‘শান্তি পিপল’ গত সপ্তাহেই বেঙ্গালুরু ও ভোপালেও লাইভ কনসার্ট করেছে। এর আগেও পুণে শহরে পারফর্ম করেছেন উমা শান্তি। গত বছর অক্টোবর মাসে মহারাষ্ট্রের এই শহরে এসে গান গেয়েছেন। তবে এদিন হঠাৎ এই ঘটনা ঘটানোর জন্য ইউক্রেনের গায়িকার বিরুদ্ধে সরব নেটপাড়া।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved