Home World Woman Walking Carrying IV Drip Bottle: শরীরে গোঁজা আইভি ড্রিপের পাইপ, সাংহাইয়ে কর্মব্যস্ত শহরে কাজে ব্যস্ত মহিলা!

Woman Walking Carrying IV Drip Bottle: শরীরে গোঁজা আইভি ড্রিপের পাইপ, সাংহাইয়ে কর্মব্যস্ত শহরে কাজে ব্যস্ত মহিলা!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: পেশাগত জীবনে সফল হতে আজকের দিনে সবারই ব্যস্ততা বেড়ে গিয়েছে বহুগুণ।।সাফল্য পেতে চলছে ইঁদুর দৌড়। সামাজিক মানসিকতাতেও এসেছে পরিবর্তন। নিজেকে ক্রমাগত ব্যস্ত রেখে অতিরিক্ত কাজ করে প্রত্যেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বদ্ধ পরিকর। আর সেই ধারণার বশবর্তী হয়ে আধুনিক সমাজে ইঁদুর দৌড়ের নিজেকে শামিল করে দিয়েছেন বহু মানুষ। এমনই কঠিন অসহনীয় বাস্তবের ঘটনা দেখা গেল চিনের সাংহাইয়ে (China) ।

সেখানকার একটি সাবওয়েতে মাথার ওপর আইভি ড্রিপের বোতল নিয়ে এক মহিলাকে দেখা গিয়েছে। তাঁর আইভি ড্রিপ নিয়ে (Woman Walking Carrying IV Drip Bottle ) যাতায়াতের একটি ভিডিও তোলা হয়েছে, যা দেখে কমবেশি সবারই আঁতকে ওঠার জোগাড়। ডংডং নামে ওই চিনের মহিলাটি জানিয়েছেন তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন।

একদিন আগে তাঁকে হাসপাতালে আইভি ড্রিপ দেওয়া হয়েছে। যিনি ভিডিওটি তুলেছেন তিনি ভিডিওটি পোস্ট করে লেখেন একেবারে প্রথমে তিনি ভেবেছিলেন মহিলাটি এক পানীয় জলের বোতল বয়ে নিয়ে যাচ্ছেন। যখন জানতে পারলেন তিনি ওটি আইভি ড্রিপের বোতল, যার পাইপ তাঁর শরীরে ঢোকানো রয়েছে,তখন মনে হয়েছিল মহিলাটি বেশ শক্তিশালী এবং তাঁর সমস্যা বেশ কঠিন, জটিল। তাঁর জন্য মনে একটু কামড় দিয়েছিল বৈকি!

জানা গিয়েছে সাংহাইয়ে মহিলাটির একটি ড্যান্স স্টুডিও রয়েছে। যেটি তাঁর বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূর অবস্থিত। মহিলাটি জানান তাঁর কাজ নিয়ে এতটাই ব্যস্ততা যে তিনি বিশ্রাম নেওয়ার যথেষ্ট সময় পান না। একজন পাশ করা নার্স হিসেবে তিনি চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে পরামর্শ করেছেন এবং আইভি ড্রিপ নিয়ে খোঁজ নেন।

ডংডং জানান তিনি তাঁর ব্যবসার একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন। টাকা পয়সা নষ্ট করারও পক্ষপাতী নন। যদি তিনি হাসপাতালে প্রতিদিন রাত দশটায় আইভি ড্রিপ নিতে যান এবং রাত দুটোর সময়ে তা শেষ হয়, তাঁর হাতে বিশ্রামের যথেষ্ট সময় থাকবে না। তাঁর সকাল সকাল স্টুডিও খোলা দরকার।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে চান তিনি কি আইভি ড্রিপ লাগানো অবস্থায় বাইরে যেতে পারবেন, চিকিৎসকরা হ্যাঁ বলেছিলেন। এর অনেক আগেই আগে মেডিকেল বই ঘেঁটে তবেই আইভি ড্রিপ লাগানোর ব্যাপারটা জেনে তবেই তা লাগিয়েছেন। তবে তাঁর মতো কেউ যেন আইভি ড্রিপ লাগিয়ে বাইরে না বেরোন, সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।

সঙ্গে জানিয়েছেন টিউবটি বোতল থেকে পড়ে গিয়ে সংক্রমণ হতে পারে। এইসঙ্গে চিনে মারাত্মক কাজের চাপের বিষয়টি ভিডিওটিতে পরিষ্কার হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। বহু মানুষ মহিলার প্রতি সহানুভূতি জানিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved