Home Bangladesh বাংলাদেশের ঢাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪৩, আহত বহু

বাংলাদেশের ঢাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪৩, আহত বহু

by Shreya Maji
138 views

মহানগর ডেস্ক: ভয়াবহ, মর্মান্তিক বললেও কম বলা হবে। বাংলাদেশের ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একটি বহুতলে আগুন লেগেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  বহু মানুষ আহত হয়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি ছয়তলা ভবনের ভেতর  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই  আগুনে   ৪৩ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।  অনেকে  পুড়ে  গিয়ে এবং  শ্বাসকষ্টের কারণে গুরুতর  জখম হয়েছেন বলেই স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন শুক্রবার  জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের প্রথম তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে এবং দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে যেখানে আরও রেস্তোরাঁ ও একটি পোশাকের দোকান ছিল।
উদ্ধারকারীরা সাত তলা ভবন থেকে অজ্ঞান অবস্থায় ৪২ জনসহ ৭৫ জনকে উদ্ধার করে। ১৩  টি ফায়ার সার্ভিসের ইউনিট জড়ো করা হয়েছে বলেই কর্মকর্তারা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ৩৩ জন এবং   শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১০  জনের মৃত্যু হয়েছে।” একজন চিকিৎসক বলেছেন, ২২ জনর  এই দুই স্বাস্থ্য কেন্দ্রে  চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা “সঙ্কটজনক”। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

You may also like