Home Breaking News West Bengal Budget 2024: দ্বিগুন হল লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ

West Bengal Budget 2024: দ্বিগুন হল লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ

by Shreya Maji
24 views

মহানগর ডেস্ক:  লক্ষ্মীবারে বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  শুরুতেই দিয়েছেন বড় চমক। বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ।

লোকসভা ভোটের আগে ফের একবার মহিলা ভোট টানতে বর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সাধারণের জন্য লক্ষ্মীর ভান্ডারে  আগে ৫০০ টাকা দেওয়া হত সেটাই এবার থেকে বেড়ে হল ১০০০ টাকা।  অন্যদিকে, তফশিলি জাতি-উপজাতিদের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বেড়ে হল ১২০০ টাকা।  রাজনৈতিক মহল বলছে এই ঘোষণার পিছনে বড় কারণ রয়েছে।রাজনৈতিক মহল বলছে    মমতা বন্দ্যোপাধ্যায়  লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন।

জানিয়ে  রাখা ভাল,  ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। ভোটে জেতার পর সেই কথা রাখেন মুখ্যমন্ত্রী। তখন থেকেই বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। বর্তমানে  এই প্রকল্পের উপভোক্তা  বেড়ে হয়েছে ২ কোটিরও বেশি। আগে যা ছিল এক কোটি ৯৮ লক্ষ ২৭ হাজার ২১ জন। নবান্ন সূত্রে জানা গিয়েছে,  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে  রাজ্যের কোষাগার থেকে মাসিক খরচ  হত ১০৯০ কোটি টাকা।   ৯ লক্ষ নতুন করে যুক্ত হওয়ার পর মাসিক খরচ বাড়ে ৪৫ কোটি টাকা । তবে এবার ১০০০ টাকা করার ফলে বরাদ্দ যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved