HomeCrime৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১৪ বছরের কিশোর

৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১৪ বছরের কিশোর

- Advertisement -

মহানগর ডেস্ক:  নারী নির্যাতনের ঘটনা সামনে  এলেই যোগী রাজ্যের কথাই মাথায় আসে। মহিলাদের উপর নির্যাতনের দিক দিয়ে উত্তরপ্রদেশে শীর্ষ। সেখানেই ফের ঘটেছে লজ্জাজনক ঘটনা। ৪ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। অবাক করার বিষয় হয় ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের বালকের বিরুদ্ধে।

উত্তরপ্রদেশের একটি গ্রামে  এক ১৪ বছর বয়সী ছেলেকে মঙ্গলবার ৪ বছরের শিশুকন্যাকে  ধর্ষণের অভিযোগে  গ্রেফতার করা হয়েছে । এমনটাই পুলিশ জানিয়ে্নতা দেওরিয়ার পুলিশ সুপার সঙ্কল্প শর্মা জানিয়েছেন, ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় যখন মেয়েটি ছাগল চরাতে যাচ্ছিল। ঘটনার বিষয়ে জানতে পেরে, তার পরিবারের সদস্যরা তাকে গৌরী বাজারের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় যেখান থেকে তাকে দেওরিয়ার মহর্ষি দেবরাহ বাবা মেডিকেল কলেজে রেফার করা হয়।

মঙ্গলবার নাবালিকার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে এবং তাকে একটি  হোমে  পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত সুরু করেছে পুলিশ। তবে দিনে দিনে যেভাবে দেশে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে তা যথেষ্ট চিন্তার বিষয়। বিশেষ করে শিশুকন্যাদের উপর হওয়া নির্যাতন বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।

Most Popular