Home Crime হাওড়া পুলিশের জালে অস্ত্রপাচারকারী, বাজেয়াপ্ত ১৩০ রাউন্ড গুলি

হাওড়া পুলিশের জালে অস্ত্রপাচারকারী, বাজেয়াপ্ত ১৩০ রাউন্ড গুলি

by Mahanagar Desk
0 views

হাওড়া: হাওড়া সিটি পুলিশের হাতে গ্রেফতার অস্ত্রপাচারকারী। ডাকাতি করে লুটের টাকায় অস্ত্র কেনার অর্ডার দেওয়া হয়েছিল। আর সেই আগ্নেয়াস্ত্র হাতে তুলে দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয় এক অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ।

সূত্র মারফত খবর, দিনের আলোয় এক ব্যবসায়ীকে বন্দুকে দিয়ে আঘাত করে তার থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়া মাত্রই হাওড়া সিটি পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র কেনা বেচার কারবারের হদিস পায় হাওড়া সিটি পুলিশ। জানা গিয়েছে , সুরজ রায় নামে এক যুবকের বিরুদ্ধে হাওড়ার লিলুয়ার বাসিন্দা বছর ২৬ এর পার্থ দাস ওরফে রনি নামক এক ব্যক্তির কাছেই বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগ ওঠে। মুর্শিদাবাদ লালবাগের বাসিন্দা সুরজ ওরফে রাজকে মঙ্গলবার ব্যাঁটরা থানার পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার সাত সকালে সুরজ ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে রনিকে বিক্রি করতে টিকিয়াপাড়ায় আসলেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হাতেনাতে ধরে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যাগ থেকে ২টি সেভেন এমএম পিস্তল ও একটি সিক্স সাটার বন্দুক, সাথে ১৩০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। ধৃত সুরজকে মঙ্গলবার হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত।

রনিও একটি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত। সেই মামলায় সোমবার দুপুরে রনিকে গ্রেফতার করার পরই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রনি পুলিশকে জানায়, ছিনতাই হওয়া টাকা দিয়েই সে সুরজের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন ২৫/২৭ ধারায় মামলা রুজু করে পুলিশ। সুরজ ছাড়াও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় আর কেউ কোনো রকম কারবার করছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved