Home National BRICS সম্মেলনে ভারতকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন PM Modi

BRICS সম্মেলনে ভারতকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন PM Modi

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক:  ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। সেখানেই চলছে বিশ্বমানের নেতাদের সঙ্গে বৈঠক। শুধু বৈঠক নয় গোটা বিশ্বের সামনে ভারতকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। একে একে উল্লেখ করেছেন ভারতের সাফল্যের কথা।  ব্রিকস বিজনেস ফোরামে ভাষণ দেবার সময় ভারতের গৃহীত অর্থনৈতিক সংস্কার এবং প্রযুক্তিগত উন্নয়নে প্রসঙ্গেও তুলেছেন নমো। তিনি বলেছেন,    আগামী বছরগুলোতে ভারত বিশ্বের বৃদ্ধির ইঞ্জিন হিসেবে কাজ করবে।

নমো সম্মেলনে আরও বলেছেন,  ২০৪৭ সালে ভারতের জনগণ ভারতকে একটি উন্নত দেশে পরিণত করবে বলে মনে করা হচ্ছে। বিজনেস ফোরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিল রমাফোসা, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ,রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রমুখ আরো বিশিষ্ট গুনিজনেরা। প্রধানমন্ত্রীকে সম্মান জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রমাফোসা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া ব্রিকস লিডারস রিট্রেটে যোগ দিয়েছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট গুণীজনেরা।

এবার ব্রিকস রয়েছে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে।পরের সম্মেলনে প্রতিপাদ্য হতে চলেছে “ব্রিকস ও আফ্রিকা: পারস্পরিক বৃদ্ধি,টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক। এই সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং-এর সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। যদি এই বৈঠক হয় তবে ২০২০ সালের গালওয়ানে ভারত চিনা সেনার সংঘর্ষের পর এটাই হবে দুই রাষ্ট্রপ্রধানের প্রথম বৈঠক।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved