Home Crime ISIS-এর সঙ্গে যোগ, মহারাষ্ট্র,কর্ণাটকের ৪০টি জায়গায় হানা দিয়ে গ্রেফতার ১৩

ISIS-এর সঙ্গে যোগ, মহারাষ্ট্র,কর্ণাটকের ৪০টি জায়গায় হানা দিয়ে গ্রেফতার ১৩

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আইসিস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার ঘটনায় মহারাষ্ট্রের চল্লিশটি জায়গায় হানা দিয়ে ১৩জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় সন্ত্রাসদমন এজেন্সি। একইসঙ্গে কর্ণাটকের একটি জায়গায় হানা দেয় জাতীয় তদন্ত সংস্থা। থানে গ্রামীণ এলাকা,পুণে,মিরা ভায়ান্দার-সহ মোট চল্লিশটি জায়গায় হানা দেয় এনআইএ।

থানে গ্রামীণ এলাকার ৩১টি জায়গা, মুম্বইয়ের পাশে থানে শহরের নটি জায়গায় হানা দেওয়া হয়। মিরা ভায়ান্দারের একটি জায়গায় অভিযান চালানো হয়। বিস্ফোরক তৈরির অভিযোগে সন্দেহভাজন আকিফ আতিক মাচানকে গত আগস্ট মাসে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে আইসিস জঙ্গি মডিউল মামলায় ছজনকে গ্রেফতার করেছে সন্ত্রাসদমন শাখা। ধৃত তবলিশ নাসির সিদ্দিকিকে মুম্বইয়ে গ্রেফতার করা হয়। পুণে থেকে গ্রেফতার করা হয়েছে নূর মহম্মদ শেখ ওরফে আবু নুসাইবা ও আদনান সরকারকে। থানে থেকে গ্রেফতার করা হয়েছে সারজিল শেখ ও জুলফিকার আলি বরোদাওয়ালাকে গত মাসে জালে তোলে তদন্তকারী এজেন্সি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved