Home World গাজায় যুদ্ধবিরতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে ভেটো আমেরিকার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে ভেটো আমেরিকার

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: টানা দু মাস ধরে হামাসের ঘাঁটি ধ্বংস করার জন্য অবিরাম সশস্ত্র অভিযানের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। হামাস-ইজরায়েলি সেনার লড়াইয়ে প্যালেস্তাইন ভূখণ্ডে ইতিমধ্যেই ১৭,৪৮৭জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু বলে হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রক দাবি জানিয়েছে। অক্টোবরের সাত তারিখে ইজরায়েলি ভূখণ্ডে হামাসের অভূতপূর্ব ভয়াবহ আক্রমণের পর হামাসের মূলোচ্ছেদ করার হুঁশিয়ারি দেয় ইজরায়েল। ওই হামলায় হামাস জঙ্গিরা গাজার সেনানিয়ন্ত্রত সীমান্ত ভেঙে প্রায় বারোশ মানুষকে হত্যা করে এবং বহু ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে। যাদের মধ্যে ১৩৮জন এখনও বন্দি রয়েছে। ইজরায়েলের দেওয়া তথ্য থেকে এ খবর জানা গিয়েছে।

আক্রমণ-পাল্টা লড়াইয়ের জেরে গাজার বিশাল ভূখণ্ড পরিত্যক্তভূমিতে রূপান্তরিত হয়। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে গাজার আশি শতাংশ মানুষ গৃহহীন হয়েছেন। খাদ্যসঙ্কট, জ্বালানি,জল ও ওযুধের সঙ্কট এবং আসন্ন অসুখের আশঙ্কায় গাজার মানুষ ভুগছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তিনিও গুটেরেস রাষ্ট্রসঙ্ঘের সনদের ৯৯ ধারা চালু করে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন। মহাসচিব পণবন্দিদের মুক্তির আর্জি জানালেও হামাসের পাশবিক নৃশংসতার যৌক্তিকতার পেছনে প্যালেস্তাইনের মানুষের শাস্তির কোনও যোগ খুঁজে পাননি। তবে ইজরায়েলকে বিলিয়ন বিলিয়ন সামরিক সাহায্য করা আমেরিকা এই প্রস্তাবে ভেটো দেয়। রাষ্ট্রসঙ্ঘের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রবার্ট উড জানিয়েছেন এটি বাস্তব থেকে বিচ্ছিন্ন ঘটনা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved