Home Crime দু বছর মায়ের দেহ ঘরে রেখে বাস দুই মেয়ের, চমকে গেল পুলিশও

দু বছর মায়ের দেহ ঘরে রেখে বাস দুই মেয়ের, চমকে গেল পুলিশও

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: এমন ঘটনা জেনে যে কেউ শিউরে উঠবেন,তেমনই চমকে উঠবেন। তবে এর আগে এ ধরণের ঘটনা যে ঘটেনি, এমন নয়। তবে এই ঘটনা যেন আগের সব ঘটনাকেই ছাপিয়ে গিয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর। সময়টা ২০২২। সেখানকার মান্দাওয়ায়ায় এলাকায় মারা গিয়েছিলেন এক মহিলা। মা মারা যাওয়ার পর তাঁর শেষকৃত্য না করে ঘরের মধ্যে তালাবন্ধ করে রেখে দিয়েছিল দুই মেয়ে। এক দুদিন নয়। টানা দু বছর। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। তারপর তালাবন্ধ ঘরের দরজা ভেঙে দেখতে পায় মৃতদেহটি,যেটি প্রায় ফসিলের মতো হয়ে গিয়েছে।

এরপরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে মহিলার স্বামী মহিলার মৃত্যুর দু বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রীর মৃত্যুর পরেও আর বাড়ি ফিরে আসেননি। তাঁদের মেয়ে পল্লবী ও বৈশবিক মায়ের দেহের শেষকৃত্য না করে দেহ তালাবন্দি করে রেখে দেয়। গত এক সপ্তাহ ধরে দুই বোন ওই বাড়িতে থাকছিলেন না। তালাবন্ধ করে রেখে তারা নিপাত্তা হয়ে যায়। এতে সন্দেহ দেখা দেয় প্রতিবেশিদের। তারা দরজায় নক করলেও দরজা খোলেনি। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে সেখানে এসে পৌঁছয় পুলিশ। দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখতে পায় মৃতদেহটি মেঝেয় শোওয়ানো রয়েছে এবং দুই বোন সেখানে বসে আছে। পুলিশ দুই বোনকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এমন আচরণের কারণ জানার হদিশ করছে তারা।

 

You may also like