Home Travel এয়ার ইন্ডিয়ার বিমানের ছাদ থেকে সিটে চুইয়ে পড়ছে জল,ভাইরাল ভিডিও!

এয়ার ইন্ডিয়ার বিমানের ছাদ থেকে সিটে চুইয়ে পড়ছে জল,ভাইরাল ভিডিও!

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: ব্রিটেনের গ্যাটউইক থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড়েছিল বিমানবন্দর থেকে। বিমান উড়তে উড়তেই বিমানের ওপর থেকে জল পড়তে শুরু করে। জল এসে পড়তে শুরু করে বেশ কিছু সিটের ওপর। জল পড়ার দৃশ্যের ভিডিওয় দেখা যায় বিমানের ছাদ থেকে জল পড়ে চলেছে। অনলাইনে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি নভেম্বরের শুরুতে ঘটেছিল। বিমানের সিটে জল পড়ার দৃশ্যটি বিমানযাত্রীরা ছবি তোলেন। এ ব্যাপারে বিমানচালককে যাত্রীদের বিষয়টি নিয়ে বলতে শোনা যায়। বিমানকর্মীরা লম্বা কাপড় দিয়ে জল পড়া আটকাতে চেষ্টা করেন। তবে ভিডিওয় বিমানচালক কী বলছেন,তা শোনা যায়নি। একটি ভিডিওয় অবশ্য বিমানচালকের ঘোষণা শোনা যায়। সেখানে তিনি বলছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি ক্যাপ্টেন বলছি। বিমানের সিলিং থেকে জল পড়ছে। বিষয়টি বিমানকর্মীদের জানানো হয়েছে।

এই ঘটনায় এয়ার ইন্ডিয়া জানায় চব্বিশে নভেম্বর ওই বিমানে কেবিনের ভেতর একটি ছোটখাটো ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রীর সিটের ওপর জল পড়ায় তাঁদের দ্রুত অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কেবিন কর্মীরা তাঁদের সাধ্যমতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এয়ারইন্ডিয়া যাত্রীদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিওয় দেখা যায় সিলিং থেকে জল পড়া সত্ত্বেও যাত্রীরা বেশ রিল্যাক্সড মুডে রয়েছেন। কেউ সিটে হেলান দিয়ে ছোটখাটো ঘুমও দিয়ে নিচ্ছেন। অনেককে আবার ঘটনাটি ক্যামেরাবন্দি করতে দেখা যায়। এক এয়ারহোস্টেসকে কম্বল দিয়ে জল পড়া বন্ধ করতেও দেখা গিয়েছে।  অনলাইনে ভিডিও পোস্ট করে যাত্রীদের অস্বস্তিকর অবস্থার কথা জানিয়ে এয়ার ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন।

You may also like