Home Entertainment চির নিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত গজল সম্রাট পঙ্কজ উধাস 

চির নিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত গজল সম্রাট পঙ্কজ উধাস 

by Shreya Maji
39 views
মহানগর ডেস্ক : বিনোদন জগতে ফের শোকের ছায়া ।  প্রয়াত  কিংবদন্তি গায়ক পঙ্কজ উধাস।  মাত্র ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মেয়ে নয়াব উধাস গায়কের মৃত্যুর খবর শেয়ার করেছেন। গোটা সঙ্গীত মহলে নেমে এসেছে শোকের ছায়া।
পোস্টে তিনি লিখেছেন – “অত্যন্ত দুঃখের সাথে আমাদের জানাতে হচ্ছে যে পদ্মশ্রী পঙ্কজ উধাস ২৬ফেব্রুয়ারি ২০২৪-এ মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন”। পঙ্কজ উধাসের জনসংযোগ কর্মকর্তা জানান, গায়ক গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানার পর সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার মতো একজন গজল গায়কের চলে যাওয়া ভক্তদের মন খারাপ করেছে। সোশ্যাল মিডিয়ায় চোখের জলে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। পঙ্কজ উধাস গজলের অ্যালবাম, সিনেমার গানে আশির দশককে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজ়রে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনকাব’, ‘চিঠঠি আয়ি হ্যায়’— পঙ্কজ উধাসের গাওয়া অন্যতম  গজলগুলি আজও শ্রোতাদের মনে উজ্জ্বল ।
পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে। কেশুভাই উধাস ও জিতুবেন উধাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ। পরিবারসূত্রেই তাঁর সঙ্গীতে হাতেখড়ি। সন্তানদের সঙ্গীতের প্রতি উৎসাহ দেখে কেশুভাই তাঁদের রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। পরবর্তী সময়ে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে পঙ্কজ মুম্বই চলে আসেন। সিনেমার গানে তাঁর অভিষেক হয় ‘হম তুম ওউর ওহ’ ছবির গানের মধ্যদিয়ে। তবে ১৯৮৬ সালে ‘নাম’ ছবিতে তাঁর গাওয়া ‘চিঠঠি আয়ি হ্যয়’ গানটি তাঁকে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দেয়। তার পর ১৯৯১ সালে ‘সাজন’ ছবির ‘জিয়ে তো জিয়ে’ গানটিও তাঁর অন্যতম হিট গান। কলকাতায় তিনি বহু অনুষ্ঠান করেছেন অতীতে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved