Home Entertainment আসছে এক ঐতিহাসিক ওয়েব সিরিজ, নেপথ্যে দিল্লির সুলতান সাম্রাজ্যের অজানা কাহিনি 

আসছে এক ঐতিহাসিক ওয়েব সিরিজ, নেপথ্যে দিল্লির সুলতান সাম্রাজ্যের অজানা কাহিনি 

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: আসতে চলেছে একটি বড় মাপের ওয়েব সিরিজ। যেটি ছোট থেকে বড় সবার মনে জায়গা করে নেবে। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে, বম্বের এক বড় মিডিয়া হাউস দিল্লির সুলতান সাম্রাজ্যের অজানা তথ্যকে কেন্দ্র করে খুব বড় মাপের এক ঐতিহাসিক ওয়েব সিরিজের কাজ শুরু করতে চলেছে। যা জনসমক্ষে ইতিহাসের এক বড় সত্যকে তুলে ধরবে।

দেরাদুনের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিচালক কুনাল শামসের মাল্লা এই ওয়েব সিরিজের চিত্রনাট্য নিয়ে যথেষ্ট উদগ্রীব। তিনি জানিয়েছেন ,”এই ধরনের ঐতিহাসিক সত্যতা নিয়ে কাজ ভারতীয় চলচ্চিত্রে বিরল।”এই ওয়েব সিরিজের চিত্রনাট্যে সমস্ত তথ্য দিয়ে কাহিনী সাজিয়ে তুলেছেন ঐতিহাসিক শমীক বসু।

আরও পড়ুন: ‘মহাকাশের সুপার লিগে’ খাতা খুলে ফেলেছে ভারত’ অভিনন্দন বার্তা মমতার

সমস্ত সিরিজের কাহিনী স্ক্রিনে ফুটিয়ে তুলবেন নেদারল্যান্ডের বিশিষ্ট সিনেমাটোগ্রাফার রল্ফ ডিকেন্স। স্ট্যান্ট ডিরেক্টরও আসছেন সুদূর নেদারল্যান্ড থেকে তাঁরা দুজনেই ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। এই সিরিজে যেমন রয়েছেন ভারতের প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীরা তেমনই অনেক নতুন মুখ নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন। এছাড়াও থাকছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এক ঝাঁক নতুন প্রতিভা।সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, এই সিরিজ আনতে চলেছে এক অন্য মাত্রা।

প্রোডাকশন ডিজাইন করছেন তরুন শিল্পী প্রশান্ত রায়। সঙ্গে ওয়েব সিরিজের আবহ সুরের দায়িত্ব সৌম্য চক্রবর্তীর। সূত্র অনুযায়ী,তাঁদের শিল্পনৈপুণ্যে এই কাজ এক অন্য মাত্রা পেতে চলেছে। সিনেমা জগতের বিশিষ্টজনদের মতে,সব মিলিয়ে ঐতিহাসিক এই সিরিজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে বলেই সবাই আশা করছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved