মহানগর ডেস্কঃ বছরের সবদিন সবার সমান যায়না । জীবনে ওঠানামা থাকেই, এই নিয়েই তো জীবন । আজ গ্রহ নক্ষত্রের হেরফেরে কোন 7রাশির জাতক জাতিকাদের দিন ইতিবাচক যেতে চলেছে জানেন? দেখে নিন এই সাত রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা?
বৃষ- আজ আপনার কাজ ধীর গতিতে এগোলেও সম্পন্ন হবে। আপনার অতীতে সম্পর্ক ছিল এরম ব্যক্তির সঙ্গে আজ আপনার দেখা বা কথা হতে চলেছে।
মিথুন – কাজের ক্ষেত্রে একটু চাপ থাকবে তবে তা আপনি সহজেই বুঝিমত্তার দক্ষতায় অতিক্রম করে কাজ সমপন্ন করবেন। পরিবারের খুশির জন্য টাকা ব্যয় করবেন। আজ পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন । বুঝে কথা বলুন, শান্ত মাথায় সিদ্ধান্ত নিন আর কাজ করুন ।
কর্কট – আজ আপনি ব্যস্ত থাকবেন, তবে ব্যস্ততার জন্য তাড়াহুড়ো করতে যাবেন না ভুল করেও, ধীরে সুস্থে কাজ করুন, সফলতা পাবেন। পূর্বে অর্থ পেতেন কারোর কাছে সেই টাকা আজ পাবেন।
সিংহ – আপনার কর্ম ক্ষেত্রে আপনার দিন শুভ। আজ আপনার কারোর সাথে নতুন চুক্তি হতে চলেছে। কাজের সূত্রে নতুন লোকের সাথে আপনার পরিচয় ঘটবে। আপনার সাথে কোনো প্রভাবশালী ব্যক্তির পরিচয় থাকলে তার দরুন আপনার কোনো কাজ সম্পন্ন হতে চলেছে ।
ধনু- ক্লান্তির কারণে আজ আপনার দিনটি শুরুতে নিস্তেজ থাকলেও বেলার সাথে সাথে কাজে মনোযোগ বাড়বে । অফিস আপনার মূল প্রায়োরিটি নয় তবুও আপনি সেখানকার কাজও সম্পন্ন করবেন আপনার নিজের কায়দায় ।আজ আপনার পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।
মকর – আজ কাজের ক্ষেত্রে আপনি উদ্যমী বোধ করবেন। বাড়ি সংক্রান্ত কাজে যুক্ত হবেন বা বা সাজানোর দিকে ইচ্ছা জগতে পারে । শিক্ষার্থী রা নতুন কিছু শিখতে জানতে আগ্রহ দেখাবে ।
কুম্ভ – কম পরিশ্রম করে কাজ সম্পন্ন করবেন। কাজের জায়গায় প্রশংসা পেতে পারেন ।