Home Bengal ‘নির্লজ্জ’! ‘বেহায়া’! এক্স-এ পোস্ট কুণালের

‘নির্লজ্জ’! ‘বেহায়া’! এক্স-এ পোস্ট কুণালের

এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে বাড়ছে উত্তাপ।

by Pallabi Sanyal
62 views

মহানগর ডেস্ক : ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ শব্দ দুটি সম্প্রতি ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। এক সংবাদ মাধ্যমের আলোচনামূলক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে শব্দ দুটি প্রয়োগ করতে দেখা গিয়েছে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকে। শুধু তাই নয়, যে কারণে বিতর্ক, তিনি প্রকাশ্যে শব্দ দুটি উচ্চারণ করেছেন আসানসোলের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে। বিজেপির অভিযোগ এমনই।

যদিও কুণালের দাবি, কোনো মহিলাকে অসম্মান করেননি তিনি। মূলত দলের সংস্কৃতিকে কটাক্ষ করেই এহেন আক্রমণ। কুণালের সঙ্গে রীতিমতো ওই অনুষ্ঠানে বাক-যুদ্ধ প্রবল হয়ে ওঠে অগ্নিমিত্রার। এমনকি দুজনের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। একে অপরকে জবাব দিতে। অনুষ্ঠানের সঞ্চালক পর্যন্ত দুজনকে শান্ত করতে হিমশিম খান। আলোচনামূলক ওই অনুষ্ঠানে সন্দেশখালির মহিলাদের অপমানের অভিযোগ উঠেছে কুণাালের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পাল্টা জবাব দিতে গেলেই তীব্র আক্রমণ শানান কুণাল। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল।

বুধবার ঘটনার প্রতিবাদে মানিকতলায় সুকিয়া স্ট্রিটে উত্তর কলকাতার বিজেপি নেতা সজল ঘোষ-তমোঘ্ন ঘোষের নেতৃত্বে বিক্ষেভ প্রদর্শনের পাশাপাশি, কুণালের কুশপুতুল পর্যন্ত দাহ করা হয়। এরপর কুণাল ঘোষের বাড়ির দিকে এগোতেই বিজেপি কর্মীদের আটকাতে পাল্টা পথে নামে তৃণমূলও। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে বাড়ছে উত্তাপ। একের পর এক পোস্ট বিজেপি নেতা নেত্রী সহ স্বংয় কুণাল ঘোষের। বৃহস্পতিবার সকালেও সেই রেশ দেখা গেল কুণালের এক্স হ্যান্ডেলের পোস্টে। সন্দেশখালি নিয়ে মহিলাদের অপমান ও অগ্নিমিত্রার উদ্দেশ্যে যে কুকথা বলার অভিযোগ উঠেছে শাসক মুখপত্রের বিরুদ্ধে তা উড়িয়ে কুণাল তার পোস্টে লিখেছেন, ”যারা নারদা মামলায় শুভেন্দু অধিকারকে নিজেদের দলে নিয়ে, তার পেছনে ঘুরঘুর করে, অন্যদের দিকে নারদা নিয়ে আঙুল তোলে, তাদের নির্লজ্জ, বেহায়া আবারও বললাম। এর সঙ্গে পুরুষ মহিলা পৃথক করা, মহিলাদের অসম্মান, সন্দেশখালির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু যখন ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসিত কথা বলে যায়, তখন টিভি চ্যানেলের বিবেকতাড়না; সঞ্চালকের মুখে আপত্তি; টক শো দেখতে পাই না কেন????”একপ্রকার এই পোস্টের মাধ্যমে জবাব দিয়েছেন কুণাল।

 

 

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved