Home National ফের জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ পাক সেনার, আহত ২ BSF জওয়ান, আতঙ্কে এলাকা ছাড়ছে সাধারণ মানুষ

ফের জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ পাক সেনার, আহত ২ BSF জওয়ান, আতঙ্কে এলাকা ছাড়ছে সাধারণ মানুষ

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: নতুন করে আবার সীমান্তে অশান্তি বৃদ্ধির চেষ্টা করছে। কয়েকদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের সেনারা গুলি চালিয়েছিল। তাতেই আহত হয় দুই বিএসএফ জওয়ান। সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটল। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের আর্নিয়া এবং সুচেতগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচটি ভারতীয় পোস্টে পাকিস্তান রেঞ্জাররা বিনা উস্কানিতে গুলি চালায়। তাতেই আহত হন  দুই বিএসএফ জওয়ান এবং একজন সাধারণ মানুষ। আচমকা গোলাগুলি ছোড়াতে স্থানীয় মানুষরা আতঙ্কিত হয়ে পরেন।

আর্নিয়া সেক্টরে রাত ৮টার দিকে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে “বিনা উস্কানিতে গুলি চালানোর” উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  জম্মু ও কাশ্মীরের আর্নিয়ার একজন স্থানীয় ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “সন্ধ্যায় গুলি চালানোর ঘটনা শুরু হয়। চার বছর পর এমন ঘটনা ঘটছে। আমাদের সঙ্গে আমাদের সন্তান রয়েছে, তাই এটা খুবই উদ্বেগের বিষয় কারণ সব বাড়িতে বাঙ্কার নেই।” চার থেকে পাঁচটি পোস্ট লক্ষ করে গুলি চালানো হয়। আহত জওয়ানকে বিশেষ চিকিৎসার জন্য জম্মুর জিএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্র জানিয়েছে যে পাকিস্তানি রেঞ্জাররা সাধারণ মানুষদের এলাকায় মর্টার শেল নিক্ষেপ করেছে। তাতেই সীমান্ত জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।  আর্নিয়া, সুচেতগড়, সিয়া, জাবোয়াল এবং ত্রেভা এলাকায় গোলাগুলি বর্ষণ করা হয়েছে। আর্নিয়া এবং জাবোয়ালের লোকেরা, বিশেষ করে  তাদের বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকদের পালিয়ে যেতে দেখা  গিয়েছে। এই ঘটনার আগে ১৭ অক্টোবর, বিনা উস্কানিতে বিএসএফ-এর সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক রেঞ্জার্সরা। ১০ দিনের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved