Home National AI Tv Anchor: ইনি রক্তমাংসের নন, টিভিতে সংবাদ পাঠিকার ভূমিকায় যন্ত্রমানবী!

AI Tv Anchor: ইনি রক্তমাংসের নন, টিভিতে সংবাদ পাঠিকার ভূমিকায় যন্ত্রমানবী!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক : টেলিভিশনের পর্দায় যিনি খবর পড়ছেন, তিনি কিন্তু রক্তমাংসের নন। তবে খুঁটিয়ে দেখলেও বোঝায় উপায় নেই সংবাদপাঠিকা আসলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সংবাদপাঠিকা (Artificial Intelligence News Anchor)। যদিও সেটা বোঝার উপায় নেই কারোরই। লিসা নামে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদপাঠিকা খবর পড়লেন নিখুঁত,নির্ভুল। প্রতিটি খবর পড়লেন গুছিয়ে এবং দক্ষতার সঙ্গে।

জীবন্ত মানুষের মতো লিসা মেশিন লার্নিং আলগোরিদমের দৌলতে একবারের জন্যও বুঝতে দিলেন না সংবাদপাঠিকা আসলে রক্তমাংসের নন। সম্প্রতি ওড়িশার (Odisha) বেসরকারি টিভি চ্যানেলে খবর পড়ল আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের সংবাদ পাঠিকা লিসা। লিসার বহু ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে।

তবে কিছুদিনের জন্য কৃত্রিম বুদ্ধিবৃত্তির এই সংবাদপাঠিকা ওড়িয়া ও ইংরেজিতে ওটিভি নেটওয়ার্ক ও ডিজিটাল প্ল্যাটফর্মে খবর পড়বেন। এআই সংবাদপাঠিকা ইনস্টাগ্রাম, ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর পড়বে। সাম্প্রতিক সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ও  এআই সংবাদপাঠকের ধারণা সবারই মনোযোগ আকর্ষণ করেছে ও অটোমেটেড খবর পরিবেশনের চাহিদা বাড়ায় এ ধরণের সংবাদপাঠক বা পাঠিকার কদর বাড়তে শুরু করেছে। এ বছরের মার্চে ভারতে প্রথম এআই সংবাদপাঠিকাকে আজতকে খবর পড়তে দেখা গিয়েছে। বিশ্বের বহুদেশেই এখন মানুষের বদলে তাদের জায়গা নিতে চলেছে কৃত্রিম বুদ্ধিবৃত্তির চমক।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved