Home National ভোট দিয়ে আঙুলে দেওয়া কালি দেখালেই মিলবে মাল্টিপ্লেক্স, ফুড আউটলেটগুলিতে ছাড়

ভোট দিয়ে আঙুলে দেওয়া কালি দেখালেই মিলবে মাল্টিপ্লেক্স, ফুড আউটলেটগুলিতে ছাড়

by Shreya Maji
9 views

 মহানগর ডেস্ক:  আগামী ১৩ মে দেশে চতুর্থ দফার  নির্বাচন। তার পর ভোট হবে ২০, ২৫ মে ও ১ জুন।  যাতে  বেশি করে মানুষ ভোট দেন তার জন্য গুরুগ্রাম জেলা প্রশাসন গুরগাঁও সংসদীয় এলাকায় একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। যা একেবারে অভিনব। এই উদ্যোগ  নজর কেড়েছে সকলের।

গুরুগ্রাম জেলা প্রশাসন গুরগাঁও সংসদীয় এলাকায়  ২৫ মে লোকসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর  ও মাল্টিপ্লেক্সে সিনেমার টিকিট এবং খাবারের আইটেমগুলিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী ২৫ মে  ষষ্ঠ দফায় হরিয়ানার  ১০টি লোকসভা আসনে একক দফায় ভোট হবে। বুধবার একজন আধিকারিক বলেছেন ওই দিন নির্বাচনী এলাকার মানুষ যদি  তাদের কালি আঙুলটি দেখান তাহলে  কাউন্টার থেকে উপলব্ধ অফলাইন টিকিটে বা সিনেমা হল প্রাঙ্গনে উপলব্ধ খাবার ও পানীয়গুলিতে ছাড় দেওয়া হবে।

এই বিষয়ে, বুধবার বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স চেইনের প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল যার সভাপতিত্ব করেন যেটির সভাপতিত্ব করেন গুরুগ্রামের এডিসি হিতেশ কুমার মীনা, এবং সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) প্রোগ্রামের নোডাল অফিসার। তিনি জানান,  “ভোটাররা কিছু মাল্টিপ্লেক্সে কমপ্লিমেন্টারি রিফ্রেশমেন্টও পাবেন।”  তিনি আর বলেছেন যে, সমস্ত মাল্টিপ্লেক্সে জেলা নির্বাচন আধিকারিক এবং জেলা প্রশাসক নিশান্ত কুমার যাদবের বার্তা এবং ভোটার সচেতনতা সম্পর্কিত শর্ট ফিল্ম স্ক্রিনে প্রচার করা হবে। এখনেই সেস নয়,  সম্প্রতি, গুরুগাম জেলা প্রশাসন ভোটারদের উপস্থিতি বাড়াতে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে নিয়োগ করেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved