মহানগর ডেস্ক: না, বসুন্ধরা নয় রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদে বসলেন ভজনলাল শর্মা। যাদের নাম নিয়ে জল্পনা হচ্ছিল তাঁদের কারও ভাগ্যই সহায় হল না। নতুন মুখের উপরে আস্থা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব। নির্বাচনেই প্রথমবার বিধায়ক হিসেবে জয়ী হয়েই ভজনলাল শর্মা হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতই মরু রাজ্যেও চমক দিল বিজেপি। উপমুখ্যমন্ত্রীর নাম ও ঘোষণা করেছে গেরুয়া বাহিনী।
ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী এবং দিয়া কুমারীকে রাজস্থানের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। বিজেপি প্রথমবারের মতো বিধায়ক ভজনলাল শর্মাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছে। রাজনাথ সিং এবং অন্যান্য দলের পর্যবেক্ষক বিনোদ তাওড়ে এবং সরোজ পান্ডে বৈঠকের পরে এই ঘোষণাটি করা হয়েছে যেখানে নির্বাচনের ইনচার্জ প্রহ্লাদ জোশীও উপস্থিত ছিলেন। ভজনলাল শর্মা ভরতপুর থেকে এসেছেন, কিন্তু তাকে সেখানে টিকিট দেওয়া হয়নি কারণ আসনটি জয়ী হতে পারবেন না বলেই মনে করা হয়েছিক। তিনি সাঙ্গানার থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী একজন সংগঠনের লোক। তিনি রাজ্যে বিজেপির দীর্ঘতম সাধারণ সম্পাদকদের মধ্যেও রয়েছেন। রাজনীতিতে আসার আগে তিনি বিজেপির আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) এর ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এর সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, ভজনলাল শর্মা রাজস্থানে দলীয় যেকোনো কাজের জন্য বিশেষ ভাবে পরিচিত। তিনি একজন উচ্চবর্ণের নেতা। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বলা হয়েছে ৫৬ বছরের ভজনলাল শর্মা স্নাতকোত্তর। তাঁর ১.৫ কোটি মূল্যের সম্পদ রয়েছে যার মধ্যে রয়েছে ৪৩.৬ লাখের অস্থাবর সম্পদ এবং ১ কোটি অস্থাবর সম্পদ।