Home National স্বাধীনতা দিবসে বিরাট ঘোষণা নমো’র, আসছে কেন্দ্রের “বিশ্বকর্মা যোজনা”

স্বাধীনতা দিবসে বিরাট ঘোষণা নমো’র, আসছে কেন্দ্রের “বিশ্বকর্মা যোজনা”

by Admin
1 views

নয়াদিল্লি:  স্বাধীনতা দিবসের দিন দেশবাসীর জন্য বড় সুখবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প খুব শীঘ্রই চালু হতে চলেছে। আর এই প্রকল্পের অধীনে টাকা পাবেন দেশের  সাধারণ মানুষেরা। স্বাধীনতা দিবসে  লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিশ্বকর্মা যোজনার(Vishwakarma Yojana)  কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ।

৭৭তম স্বাধীনতা দিবসের দিনে দেশের দিনমজুর, শ্রমজীবী অনগ্রসর মানুষের জন্য কল্পতরু হলেন প্রধানমন্ত্রী। আগামী বিশ্বকর্মা পুজোর দিন শুরু হবে বিশ্বকর্মা যোজনা। লালকেল্লা থেকে মোদী জানান, ওবিসি শিল্পীদের উন্নতির স্বার্থে প্রায় ১৪ হাজার কোটির বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। কলোনি,ঝুপড়ি,ভাড়াবাড়িতে বসবাসকারী মানুষদের সহজ শর্তে ঋণ দেবে কেন্দ্র। সেপ্টেম্বরে অর্থাৎ আগামী মাসেই শুরু হতে চলেছে কেন্দ্রের এই যোজনা। সব মিলিয়ে ১৩,০০০ কোটি থেকে ১৫,০০০ কোটি টাকা সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। অনগ্রসর শ্রেণির মানুষ, যেমন- ধোপা, নাপিত, স্বর্ণকার ছাড়াও দিনমজুররা আগামী দিনে এই প্রকল্পের সুবিধা পাবেন।

স্বাধীনতা দিবসের শুভ দিনে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এদিন তাঁর ১০ বছরের মেয়াদে কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, নানা ,প্রকল্প এমন আছে যেগুলো দেশের মানুষের কাছে পৌঁচ্ছছে। এই ভাষণ থেকেই তিনি বিশ্বকর্মা পুজোর দিনে “বিশ্বকর্মা যোজনা” নামক একটি নতুন স্কিম চালু করার ঘোষণা করেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved