Home National ২০১৮ থেকে বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃত্যু, সবচেয়ে বেশি মারা গিয়েছে কানাডায়,জানাল কেন্দ্র

২০১৮ থেকে বিদেশে ভারতীয় পড়ুয়ার মৃত্যু, সবচেয়ে বেশি মারা গিয়েছে কানাডায়,জানাল কেন্দ্র

by Mahanagar Desk
12 views

মহানগর ডেস্ক: উচ্চ শিক্ষার জন্য ভারত থেকে বিদেশে পড়তে যাওয়ার ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। চোখে স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রে তা সফল হয় না। কোনও কোনও ক্ষেত্রে দুঃখজনক পরিণতিও হয়। বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা মাঝেমাঝে আমাদের সামনে আসে। সেরকমই একটি পরিসংখ্যান মিলেছে,যাতে দেখা গিয়েছে ২০১৮ সাল থেকে বিদেশে পড়তে গিয়ে ৪০৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। চৌত্রিশটি দেশের বাইরে সবচেয়ে মৃত্যু হয়েছে কানাডায়। রাজ্যসভায় এই তথ্য পেশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী ভি মুরলিধরণ।

মন্ত্রী জানিয়েছেন ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত ৪০৩ ভারতীয় পড়ুয়া বিদেশে মারা গিয়েছে। পেশ করা তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে ৯১জন ভারতীয় পড়ুয়া মারা গিয়েছে কানাডায়। তারপর ব্রিটেনে মারা গিয়েছে ৪৮জন, রাশিয়ায় ৪০জন, আমেরিকায় মৃত্যু হয়েছে ৩৬জন, অস্ট্রেলিয়ায় ৩৫জন, ইউক্রেনে ২১জন, জার্মানিতে মারা গিয়েছে ২০জন, সাইপ্রাসে ১৪জন,ইতালি ও ফিলিপাইন্সে ১০জন করে।

মন্ত্রী আরও জানান ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা ও ভালো থাকার ব্যাপারে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পড়ুয়ারা যাতে ভবিষ্যতে কোনওধরণের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হয়, সেজন্য কেন্দ্র সদাসতর্ক রয়েছে। মিশনের প্রধান ও প্রবীণ আধিকারিকরা নিয়মিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়ে পাঠরত ভারতীয় পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। মন্ত্রী জানান বিদেশে পাঠরত ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের প্রথম অগ্রাধিকার। কোনওধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত বিদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথোচিত ব্যবস্থা নিতে উদ্যোগ নেবে ভারত সরকার। সেইসঙ্গে ঘটনার পুঙ্খানুপুংখ তদন্তের পর অপরাধীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved