Home National চির নিদ্রার দেশে চলে গেলেন প্রথম সংবাদ পাঠক

চির নিদ্রার দেশে চলে গেলেন প্রথম সংবাদ পাঠক

অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

by Mahanagar Desk
47 views

মহানগর ডেস্কঃ সংবাদ জগতে এ যেন ঘোর দুঃসংবাদ। দূরদর্শনের জনপ্রিয় সংবাদ পাঠক শান্তি স্বরূপ চলে গেলেন না ফেরার দেশে। যার জেরে সংবাদ দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। দূরদর্শনের প্রথম তেলেগু ভাষার, প্রথম সংবাদ পাঠক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন শান্তি স্বরূপ ৷ অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শান্তি স্বরূপ দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর৷ শত চেষ্টা করেও তাঁকে আর এই জগতে আটকে রাখা সম্ভব হলোনা। অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

প্রথম তেলেগু ভাষার প্রথম সংবাদ পাঠক ছিলেন শান্তি স্বরূপ ৷ দূরদর্শনে প্রথম তেলেগু সংবাদ বুলেটিন সম্প্রচার শুরু হয় ১৯৮৩ সালের ১৪ নভেম্বর থেকে ৷ তখন সম্প্রচারে প্রথম উপস্থাপক ছিলেন এই শান্তি স্বরূপ৷ যখন কোনও টেলিপ্রম্পটার ব্যবহার বা চল ছিল না, তখন শান্তি স্বরূপ  সংবাদ পাঠক ছিলেন।তখনকার সময়ে টেলিপ্রম্পটার না থাকায়, সংবাদ পাঠকদের সংবাদ মুখস্থ করে সংবাদ পরিবেশন করতে হতো৷ শান্তি স্বরূপ সেইমতো সংবাদ মুখস্থ করে সংবাদ পরিবেশন করতেন। তার এই প্রতিভার জন্য, তার সংবাদ উপস্থাপনা করার পদ্ধতি সকলের নজর করেছিল সেই সময়ে। তিনি ওই সময় থেকেই প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করেছিলেন৷

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্থ রেড্ডি দুঃখিত শান্তি স্বরূপ প্রয়াত হওয়াতে।শোকপ্রকাশ করে তিনি শান্তি স্বরূপ এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েন। তিনি জানিয়েছেন, “প্রথম প্রজন্মের সংবাদ পাঠক হিসেব, শান্তি স্বরূপ তেলেগু ভাষীদের কাছে আপনজন হয়ে উঠেছিলেন৷ তাঁর আত্মার শান্তি কামনা করছি৷”

সংবাদ পাঠকের এভাবে চলে যাওয়াতে তাঁর পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব সহ সংবাদ মহল প্রত্যেকেই শোকাহত। তাঁর অনুগামীরা ভালোবাসার সহিত শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন তাঁর উদ্দেশ্যে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved