Home National সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি, ১৫জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হল

সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি, ১৫জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হল

by Mahanagar Desk
9 views

মহানগর ডেস্ক: সংসদে হানার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বৃহস্পতিবার ১৫জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করলেন লোকসভার অধ্যক্ষ। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে কংগ্রেসের নজন,সিপিএমের দুজন, একজন সিপিআই ও দু জন ডিএমকের। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের মানিকরাম ঠাকুর, মহম্মদ জাভেদ,ভিক শ্রীকান্দন,বেণী বেহরাম, ডিএমকের সাংসদ কে কানিমোঝি,এসআর পার্থিবন,সিপিএমের সাংসদ পিআর নটরাজন,এস ভেঙ্কটেশ্বেশন ও সিপিআইয়ের কে সুব্রারায়ন।

এদিন শুরুতে পাঁচ সাংসদ টিএন প্রাখাপান,হিবি ইডেন,জ্যোতিমানি, রামিয়া হরিদাস ও দীন কুরিয়াকোজকে সংসদের বাকি অধিবেশন পর্যন্ত সাসপেন্ডের জন্য প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয় সংসদ সাংসদদের বিশৃঙ্খলার জেরে সংসদের অধ্যক্ষের সম্মানহানির জেরে চেয়ারের উল্লেখিত সাংসদের অধিবেশনের বাকি সময় পর্যন্ত সাসপেন্ড করার প্রস্তাব পেশ করা হচ্ছে। অধিবেশন পরিচালনা করছিলেন বি মহতাব। আগামীকাল বেলা এগারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। গতকাল জিরো আওয়ারে লোকসভার অধিবেশন চলাকালীন ভিজিটর্স গ্যালারি থেকে দুজন লাফ দিয়ে সংসদের আসন টপকায়। তারা স্মোক ক্যানিস্টার থেকে হলুদ ও লাল ধোঁয়া ছড়ায়। সেসময় প্রধানমন্ত্রী লোকসভায় ছিলেন না। তিনি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে দুই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। গতকালের ঘটনায় অন্তত ছজন জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। দুজন সংসদ কক্ষের ভেতর স্মোক ক্যানিস্টার থেকে ধোঁয়া ছড়ায়। সংসদের বাইরে একজন পুরুষ ও মহিলা স্মোক ক্যানিস্টার থেকে ধোঁয়া ছড়ায়। চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে। তাদের আশ্রয় দেওয়ায় গুরগাঁওয় থেকে এক ব্যক্তিতাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved