Home National তামিলনাড়ু জুড়ে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

তামিলনাড়ু জুড়ে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

by Mahanagar Desk
20 views

মহানগর ডেস্ক: ঘূর্ণিঝড়ের কবল থেকে এক্ষুনি নিস্তার নেই দেশবাসীর। দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ঘূর্ণাবর্তের সঞ্চালনের কারণে দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে একটি ‘ট্রফ’।

যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুত্রের মতে, এই ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেলি, থুথুকুডি, রামানাথপুরম, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, নাগাপট্টিনাম এবং মায়িলাদুথুরাই জেলা-সহ একাধিক জেলায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMBD-র পূর্বাভাস বলছে, তামিলনাড়ু উপকূলে মাঝারি তীব্রতার বৃষ্টিপাত হতে পারে। চেন্নাই এবং উপকূলীয় অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তাই ইতিমধ্যেই জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। শুক্রবার ১৫ ডিসেম্বর, পূর্বাঞ্চলীয় অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সকল কারণে উত্তর ভারতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরভারত জুড়ে রয়েছে কুয়াশার বড় সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় তীব্র কুয়াশা থাকবে।

 

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved