Home National “ভোটে ফোকাস করুন”, নতুন কংগ্রেস কমিটি গঠন করেই বার্তা মল্লিকার্জুন খাড়গের

“ভোটে ফোকাস করুন”, নতুন কংগ্রেস কমিটি গঠন করেই বার্তা মল্লিকার্জুন খাড়গের

by Mahanagar Desk
1 views

নয়াদিল্লি: প্রথমে রাজ্য নির্বাচন এবং তারপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের উপর লক্ষ রাখার নিদান দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন কংগ্রেস সভাপতি। লক্ষ্য ২০২৪ সালে লোকসভা নির্বাচন। আর তাই এবার নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বহু দিন পর ফের বড় দায়িত্বে দীপা দাসমুন্সি। নতুন কংগ্রেস কমিটি গঠন করার পর ভোটের দিকে লক্ষ রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মল্লিকার্জুন খাড়গে।

নয়া ওয়ার্কিং কমিটিতে মোট ৩০ জন জায়গা পেয়েছেন। এর মধ্যে পুরোনো নামের সংখ্যাই বেশি রয়েছে ঠিকই, রয়েছে সচিন পাইলট, শশী থারুর, অশোকরাও চভনদের মতো বেশ কয়েকটি নতুন নামও। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছত্তীসগঢ়ের রায়পুরে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে, কংগ্রেস জানিয়েছিল, নয়া ওয়ার্কিং কমিটি বা কার্যকরী সমিতি গঠনের জন্য নির্বাচন করা হবে না। পরিবর্তে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কার্যকরী সমিতির সদস্যদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

গান্ধী পরিবারের সদস্য এবং প্রবীণ কংগ্রেস নেতা যেমন দিগ্বিজয় সিং, কমল নাথ, মীরা কুমার, পি চিদাম্বরম, অভিষেক মনু সিংভি এবং সালমান খুরশিদ প্রধান সংস্থার অংশ, কিছু যুবক যেমন গৌরব গগৈ এবং শচীন পাইলট ছিলেন নতুন কংগ্রেস কমিটির বৈঠকে। প্রধান কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে-তে ৫০ বছরের কম বয়সী মাত্র তিনজন সদস্য রয়েছে। এই ঘোষণার জন্য দল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীর জন্য একটি তারিখ নির্ধারণ করে দেয়। কর্ণাটকে দলের জয়জয়কার, মানহানির মামলায় রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিত, এবং ঐক্যবদ্ধ বিরোধী দলে কংগ্রেস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা বুঝিয়ে দেওয়া হয় নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved