HomeNationalনবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর, সরকারের তরফে মিলবে টাকা

নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর, সরকারের তরফে মিলবে টাকা

- Advertisement -

 

 

 

আমাদের দেশে অনেক প্রতিভাবান পড়ুয়া আছে! কিন্তু সম্ভব হয় না আর্থিক ভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া। পড়াশোনা ছাড়তে হয় মাঝপথেই। কত পড়ুয়াদের স্বপ্ন পূরণ হয় না টাকার অভাবে! আর সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্যে দারুণ একটি স্কিম রয়েছে কেন্দ্রীয় সরকারের। যার উদ্দেশ্যে হল গরীব বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করা। যদি আর্থিক ভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাহলে এই স্কিমের সুবিধা নেওয়া যায়। গোটা দেশে ৮৫ লাখ পড়ুয়া এই স্কিমে উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আরও মানুষ উপকৃত হবেন এই স্কিমের মাধ্যমে।

এই স্কিমের নাম – পিএম যশস্বী স্কলারশিপ স্কিম ( PM Yashasvi Scholarship Scheme)। আর এই স্কিমের মাধ্যমে ক্লাস ৯ এবং ১১ এর ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা হয়।
জেনে নিন PM Yashasvi Scholarship 2023 স্কিম সম্পর্কে:

এটি একটি ছাত্রবৃত্তি সরকারি স্কিম।এই যোজনার লাভ গরীব পরিবারের মেধাবী ছেলে-মেয়েরা পাবে। এছাড়াও এসসি, এসটি, ওবিসি সহ সংরক্ষিত কোটায় থাকা পড়ুয়ারাও লাভ নিতে পারবেন।

PM Yashasvi Scholarship 2023: কত টাকা স্কলারশিপ মিলবে:

সরকারের স্কিমের মাধ্যমে প্রতি বছর ক্লাস ৯ এর পড়ুয়াদের ৭৫ হাজার টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, ক্লাস ১১ এর পড়ুয়াদের ১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হয়। প্রতি বছর মিলবে এই টাকা। স্কলারশিপের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্কে পৌঁছে যাবে।

PM Yashasvi Scholarship 2023: প্রয়োজন জরুরি নথি:
এই স্কিমের আওতায় সুবিধা নিতে গেলে বেশ কিছু নথি জমা দিতে হবে।
১. যেমন ক্লাস ৮ এবং ১০ এর পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট,

২.আয়ের প্রমাণ পত্র, পরিচয় পত্র, ইমেল আইডি, মোবাইল নম্বর, ওবিসি, এসটি হলে সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে।

PM Yashasvi Scholarship 2023: জেনে নিন আবেদন প্রক্রিয়া:

এই যোজনার লাভ পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে – https://yet.nta.ac.in ক্লিক করতে হবে। তবে এই Scholarship পেতে একটি পরীক্ষা দিতে হবে। আর সেটি আগামী ২৯ সেপ্টেম্বর হবে। এই বিষয়ে বিস্তারিত জেনে আজই আবেদন করুন সরকারের এই স্কিমে।

 

 

Most Popular