Home Bengal রাজ্যে শুরু হতে চলেছে শিক্ষকদের বদলির পক্রিয়া 

রাজ্যে শুরু হতে চলেছে শিক্ষকদের বদলির পক্রিয়া 

by Mahanagar Desk
0 views

 

কলকাতা: শিক্ষক-শিক্ষিকাদের বদলির দিন শুরু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ  । পঞ্চায়েত ভোটের কয়েক দিন আগে থেকেই বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে বদলি করার কথা ঘোষণা করা হয়েছিল। কেন বদলি সেই কথাও উল্লেখ করা হয়।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো স্কুলের ছাত্রের তুলনায় যদি শিক্ষকের সংখ্যা বেশী হয় তবে সেই সমস্ত স্কুলের শিক্ষকদের বদলি করা। যে  সব স্কুলে শিক্ষক কম  সেখানেই পাঠানো হবে।  এই পদ্ধতিকে বলা হয় “সারপ্লাস ট্রান্সফার”। শিক্ষা দফতর থেকে মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়েছে যে বদলির তালিকাটি ভালো করে পর্যালোচনা করা হয়।পর্যালোচনা শেষ হলেই বদলি করা হবে বলে জানানো হয়েছে। ৬০৫জন শিক্ষক শিক্ষার্থীদের বদলির করা হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানা যাচ্ছে। ১৪ই আগস্ট ১১২ জন শিক্ষকদের বদলির জন্য  আলোচনা করা হয়েছে।

শিক্ষা ও শিক্ষাকর্মীর সমিতির নেতা স্বপন মন্ডল জানায় যে এখনও অনেককে বদলি করা হয়েছে যাদের বাড়ি থেকে স্কুল ৩০০ কিলোমিটার দূরে।  বদলি নিয়ে যাদের সত্যি সত্যি কোনো অসুবিধা রয়েছে তাদের বিষয়গুলি বিবেচনা করা হবে। সরকারি চাকরিতে বদলি হয়ে পারে,এটাই স্বাভাবিক। শুধু তাই নয় ছাত্রছাত্রীদের কথা ভেবে শিক্ষকদের নিজেদের সিদ্ধান্ত ভেবে দেখা উচিত বলে মনে করছে ওয়াকিবহল মহল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved