Home National বিজেপি জিতলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, উত্তর দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি জিতলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, উত্তর দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

by Shreya Maji
6 views

মহানগর ডেস্ক: রাজস্থান কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। পরিবর্তনের সম্ভাবনা বেশী। ক্রমেই কংগ্রেসকে পিছনে ফেলে আসন দখলের দিকে এগিয়ে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা জয়ের উন্মাদনায় ভাসছে। অনেকেই বলছেন রাজস্থানে বিজেপির ক্ষমতা প্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষা। তবে এর মধ্যে যে চর্চা সবথেকে বেশি হচ্ছে তা হল বিজেপি জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন। সেই উত্তর দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপির রাজ্যবর্ধন রাঠোর রাজস্থানে ভোট গণনার আগে দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে আজকের লড়াই ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুষ্ঠু শাসনব্যবস্থা’ এবং ‘কংগ্রেসের অপশাসনের’ মধ্যে বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, এই প্রশ্নের উত্তরে  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেন, “দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবেন। ভোটের ফল প্রকাশের পরই শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন। সব খবর সঠিক সময়ে দেওয়া হবে। নির্বাচন হল দলগত লড়াই। তবে কাউকে তো নেতৃত্ব দিতেই হবে। দলের শীর্ষ নেতৃত্ব সেই সিদ্ধান্ত নেবে।”

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আজকের এই লড়াই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের বিরুদ্ধে কংগ্রেসের অপশাসনের লড়াই। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে। উত্তেজনায় ভরপুর একটা দিন আজ। প্রধানমন্ত্রী মোদীর সুশাসন বনাম কংগ্রেসের অপশাসনের লড়াই হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়বে। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তার মানে তাঁরা পরিবর্তন আনতে চান।” উল্লেখ্য বিজেপি যদি রাজস্থানে জেতে তাহলে গত ২৫ বছর ধরে কংগ্রেসের ধরে রাখা ক্ষমতা চলে যাবে।  আসন্ন লোকসভা নির্বাচনে এই ফলফল বিরাট প্রভাব ফেলবে বলেই মত দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved