Home National বিমানবন্দরের লাউঞ্জের খাবারে পাথর চিবিয়ে ভাঙল মহিলা যাত্রীর দাঁত!

বিমানবন্দরের লাউঞ্জের খাবারে পাথর চিবিয়ে ভাঙল মহিলা যাত্রীর দাঁত!

by Mahanagar Desk
12 views

মহানগর ডেস্ক: বেড়াতে বেরিয়ে নতুন জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দ,অনুভূতিটাই আলাদা। একা গেলে বোকা বোকা লাগতে পারে। তবে বাড়ির লোক বা বন্ধুদের সঙ্গে গেলে মজাটা বহুগুণ বেড়ে যায়। তবে বেড়ানোর পাশাপাশি নতুন জায়গায় নতুন নতুন খাবারের স্বাদ (Taste Of Food) নেওয়াটাও আনন্দকে আরও বেশি সুন্দর করে তোলে। কিন্তু বেড়াতে বেরিয়ে খাবার ভালো না হয় কিংবা খাবারের প্লেট নিয়ে এমন ঘটনা ঘটে,তাহলে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যায়। বিমান বা রেলে খাবার নিয়ে এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। দামি ক্যাটারিং বা হোটেলের দামি খাবার নিয়ে অনেককেই ভুগতে হয়েছে।

 কিছুদিন আগে দুরন্ত এক্সপ্রেসে আইআরটিসির ক্যাটারিংয়ের খাবার নিয়ে বিশ্রি অভিজ্ঞতার কথা অনেকেরই নজরে এসেছে। তানিয়ে হইচইও হয়। খুঁজলে এমন ঘটনা অনেকই পাওয়া যাবে। কিছুদিন আগে এক মহিলা যাত্রীকে বিমানবন্দরের লাউঞ্জের খাবার পরিবেশন করার পর দেখা যায় খাবারে একটি পাথরও পরিবেশন করা হয়েছে। পাথর-সহ খাবারের ছবি তুলে তা টুইটারে পোস্ট করেন। 

ছবিতে একটি থালির মধ্যে ডাল,রায়তা ও তরকারির অবশিষ্ট পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে। টুইটারে ওই মহিলা লিখেছেন, বিশ্বাসই করা যাচ্ছে না বিমানবন্দরগুলিতে এ ধরণের খাবারের থালি পরিবেশন করা হতে পারে। সাধারণত ট্রেনে খাবার নিয়ে এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জেও সেই ব্যাপারটা দেখা গেল। খাবারে থাকা পাথর চিবিয়ে তাঁর দাঁতও প্রায় ভেঙে গিয়েছে। সঙ্গে তিনি লাউঞ্জ ফ্লোরে কার্পেটেরও ছবি পোস্ট করেছেন। পোস্ট করার দিনই অবশ্য বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর টুইটারের জবাব দিয়েছে। তারা লিখেছে ডিয়ার সুভু, তাদের লেখার জন্য ধন্যবাদ। তাঁর ফিডব্যাকও তারা পেয়ে সংশ্লিষ্ট টিমকে তা শেয়ারও করেছে। তারা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, তা তাদের জানানো হয়েছে। ওই মহিলাকে তাঁর বিমানসফরের বিশদ বিবরণ জানানোরও অনুরোধ জানানো হয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগে নাগপুর-মুম্বই সফরে শেফ সঞ্জীব কাপুরও বিমানবন্দরের খাবার নিয়ে এরকমই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। টুইটারে খাবারের প্লেটের ছবিও পোস্ট করেছিলেন। ঠান্ডা চিকেন টিক্কা,তরমুজের টুকরো, টমাটো, শসার টুকরোর ছবি পাঠিয়ে লিখেছিলেন এয়ার ইন্ডিয়া, জাগো। খাবারের ডিসে স্যান্ডুইচে নেতিয়ে যাওয়া বাঁধা কপির টুকরোরও ছবি তুলে তা পোস্ট করেছিলেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved