Home Crime আইন মেনে ২৬/১১-এর মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে হস্তান্তর করা হোক, পাকিস্তানকে জানাল ভারত

আইন মেনে ২৬/১১-এর মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে হস্তান্তর করা হোক, পাকিস্তানকে জানাল ভারত

by Shreya Maji
35 views

মহানগর ডেস্ক:  ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদ  পাকিস্তানের জেলে।  সেই কুখ্যত জঙ্গিকেই ভারতের কাছে হস্তান্তর করার দাবি করা হয়েছে।  ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে লস্কর-ই-তৈবা (LeT) এর প্রতিষ্ঠাতাকে  হস্তান্তর করার জন্য অনুরোধ করেছে। এমনটাই সূত্রের খবর।

সূত্রগুলি নিশ্চিত করেছে যে বিদেশ মন্ত্রক পাকিস্তান সরকারের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে । পাক সরকারকের কাছে ভারত হাফিজ সাইদকে   প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে। লস্কর গোষ্ঠীর প্রধানকে ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে তার মাথার দাম হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র  ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।  জানিয়ে রাখা ভাল, মুম্বই  হামলার জন্য ভারত বারবার হাফিজ সাইদকে ভারতের হাতে তুলে দেওয়ার  দাবি করেছে, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তির অনুপস্থিতি প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে।

যদিও হাফিজ সাইদ নিজেকে  নির্দোষ বলে দাবি করেছে এবং এলইটি-এর মধ্যে নেতৃত্ব অস্বীকার করেছে। কিন্তু তা সত্বেও বছরের পর বছর ধরে বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি। তিনি প্রথম  ২০১৯  সালের জুলাই মাসে গ্রেফতার হন এবং ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স দ্বারা পাকিস্তানের পর্যালোচনার কয়েক মাস আগে ১১ বছরের সাজা পেয়েছিলেন। গত বছরের এপ্রিলে  পাকিস্তানের একটি আদালত সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সাইদকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও  তিনি  জেলে  আছেন কিনা তা স্পষ্ট নয়।  কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে  ২০১৮ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পরও তিনি একজন মুক্ত মানুষ হিসাবেই  রয়েছেন।   গত এক দশকে বেশ কয়েকবার  তাকে গ্রেফতার করা হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved