Home National দাসত্বের মানসিতা থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করেছে ভারত, মন্তব্য PM Modi-র

দাসত্বের মানসিতা থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করেছে ভারত, মন্তব্য PM Modi-র

by Shreya Maji
8 views

মহানগর ডেস্ক:  বিশ্বে প্রথম সারির দেশের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে ভারত। বহু ক্ষেত্রেই প্রশংসিত হয় ভারত। অবদান রাখে বহু ক্ষেত্রেই। এই আবহেই  সোমবার বারাণসীতে বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র স্বরভেদ মহামন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi) বলেছেন  আমাদের দেশ দাসত্বের মানসিকতা থেকে মুক্ত ঘোষণা করেছে এবং তার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করছে।

নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন,  “দাসত্বের যুগে, নিপীড়ক যারা ভারতকে দুর্বল করার চেষ্টা করেছিল তারা প্রথমে আমাদের প্রতীকগুলিকে লক্ষ্য করে। স্বাধীনতার পরে, এই সাংস্কৃতিক প্রতীকগুলির পুনর্নির্মাণ অপরিহার্য ছিল।” প্রধানমন্ত্রী বলেছেন, ভারত স্বাধীনতা লাভের পরে, “সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের বিরোধিতা হয়েছিল এবং এই চিন্তার প্রক্রিয়াটি কয়েক দশক ধরে প্রভাবশালী ছিল। এর ফলস্বরূপ দেশটি একটি হীনমন্যতার গর্তে পড়ে গিয়েছিল এবং এর ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে ভুলে  গিয়েছি।” এর পরেই নমো বলেছেন,  “স্বাধীনতার সাত দশক পর সময়ের চাকা আবার ঘুরেছে। দেশ লাল কেল্লা থেকে দাসত্ব মানসিকতা থেকে মুক্তির ঘোষণা  করেছে এবং তার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেছে।”

প্রধানমন্ত্রীর কথায়,  “সোমনাথ থেকে শুরু হওয়া কাজটি এখন প্রচারে পরিণত হয়েছে। আজ বিশ্বনাথের মহিমা ভারতের গৌরবের গল্প গাইছে।” দেশের উন্নতির কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, কয়েক শতাব্দী ধরে, ভারত অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভৌত উন্নয়নের উদাহরণ হয়ে উঠেছে, প্রধানমন্ত্রী বলেন, সরকার, সমাজ এবং সাধুরা কাশীর পুনরুজ্জীবনের জন্য একসাথে কাজ করছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved