Home Politics অধীর রঞ্জন চৌধুরী-সহ মোট ৩৩ জন খোয়ালেন লোকসভার সাংসদ পদ

অধীর রঞ্জন চৌধুরী-সহ মোট ৩৩ জন খোয়ালেন লোকসভার সাংসদ পদ

by Mahanagar Desk
8 views

মহানগর ডেস্ক: গত সপ্তাহে লোকসভা সাংসদ ভবনে নিরাপত্তা ভঙ্গ করার বড় খবর সংবাদমাধ্যমকে এক্কেবারে ঘিরে ফেলে। এরপরের দিনই সাংসদ থেকে ১৪ জন সাংসদকে আচরণবিধি লঙ্ঘনের জন্যে সাসপেন্ড করা হয়। এর দিন কয়েক বাদে ফের ৩৩ জন বিরোধী সদস্যকে (এমপি) লোকসভা থেকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য স্থগিত করা হল, হাউসে গোলযোগ সৃষ্টি করার জন্য।

সম্প্রতি সংসদ নিরাপত্তা লঙ্ঘন এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধী সদস্যদের ক্রমাগত প্রতিবাদের পরে এটি হয়। বরখাস্ত হওয়া সাংসদের মধ্যে আছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, ডিএমকে সাংসদ টি আর বালু, দয়ানিধি মারান এবং টিএমসির সৌগত রায়। এদিন বরখাস্তের বিষয়ে কথা বলতে গিয়ে লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “আমি সহ সমস্ত নেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা কয়েকদিন ধরে দাবি করে আসছি যে আমাদের সাংসদদের আগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী হাউসে এসে বিবৃতি দেন (সংসদ নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে)৷”তিনি আরো বলেন, “আজ সরকার অত্যাচারের চরম শিখরে পৌঁছেছে।” তবে লোকসভার স্পিকার ওম বিড়লা শনিবার কিছু সদস্যকে স্থগিত করার সিদ্ধান্ত এবং সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার মধ্যে যোগসূত্র অস্বীকার করেছেন।

ওম বিড়লা বলেন, “সদস্যদের সাময়িক বরখাস্ত সম্পূর্ণরূপে সংসদের পবিত্রতা বজায় রাখার জন্য।” তাদের মধ্যে ৩১ জনকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছিল, বিশেষাধিকার কমিটির প্রতিবেদনের অপেক্ষায় তিনজনকে বরখাস্ত করা হয়েছিল। তিনজন – কে জয়কুমার, বিজয় বসন্ত এবং আব্দুল খালেক – স্লোগান তুলতে স্পিকারের মঞ্চে উঠেছিলেন। এই সাংসদের বরখাস্তের প্রস্তাব সংসদে পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। পরে তা কণ্ঠভোটে গৃহীত হয়। সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বিরোধী সাংসদদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে লোকসভা দিনের জন্য মুলতবি করা হয়েছে। উল্লেখ্যভাবে, ১৪ ডিসেম্বর, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের একদিন পরে, ১৩ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদকে অনিয়মিত আচরণের জন্য বরখাস্ত করা হয়েছিল।

লোকসভা থেকে বরখাস্ত হওয়া সংসদ সদস্যদের মধ্যে মানিকম ঠাকুর, কানিমোঝি, পিআর নটরাজন, ভিকে শ্রীকান্দন, বেনি বাহানান, কে সুব্রামণ্যম, এস ভেঙ্কটেসন এবং মোহাম্মদ জাভেদ রয়েছেন। তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন একমাত্র সাংসদ যিনি রাজ্যসভা থেকে বরখাস্ত।এক রাজ্যসভার সাংসদ সহ মোট ৪৭ জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য হাউস থেকে বরখাস্ত করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved