Home National সোমবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, চণ্ডীগড়, পাকিস্তানের কিছু অংশ

সোমবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, চণ্ডীগড়, পাকিস্তানের কিছু অংশ

by Mahanagar Desk
16 views

মহানগর ডেস্ক: দিল্লি, নেপালের পর ফের কেঁপে উঠল কাশ্মীর, লাদাখ। সোমবার লাদাখের কার্গিলে রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিলেন ৫.৫। শুধু কার্গিলে নয়, কার্গিলের পাশাপাশি এদিন কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারত এবং পাকিস্তানের কিছু অংশেও।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বিকেল ৩টা ৪৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার কম্পনটি হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ এবং এর আশেপাশের বেশ কয়েকটি এলাকায়। এদিকে পাকিস্তানে কম্পনের মাত্রা ছিল ৪.০। শুধু তাই নয়, সোমবার বিকেলে চণ্ডীগড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও মৃদু ভূমিকম্প হয়েছে। যার ফলজ লোকেরা তাঁদের বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে আসে। কার্গিলে ৫.৫ রিখটার স্কেলের ভূমিকম্পের কারণে চণ্ডীগড়ের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল।

বিকেল ৩.৪৮.৫৩ মিনিটে ভূমিকম্প হয়।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, “ভূমিকম্পের মাত্রা: ৫.৫, ১৮-১২-২০২৩ তারিখে, ৩.৪৮ মিনিট, ল্যাট: 33.41 & দীর্ঘ: 76.70, গভীরতা: ১০ কিমি, অঞ্চল: কার্গিল লাদাখ, ভারত। প্রায় ১২ মিনিট পরে ৪.০১ মিনিটে কার্গিলে 3.8 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা: 3.8, সংঘটিত ১৮-১২-২০২৩, ৪. ০১ মিনিট নাগাদ IST, ল্যাট: 33.34 & দীর্ঘ: 76.78, গভীরতা: 10 কিমি, অঞ্চল: কার্গিল, লাদাখ।”প্রায় ১৭ মিনিট পর কিশতওয়ারে আরেকটি আফটারশক আঘাত হানে।

You may also like