Home National ফের ইডির তলবের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 

ফের ইডির তলবের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মদ কেলেঙ্কারির ঘটনায় ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে এর আগে একবার তলব করা হয়েছিল তাঁকে। সেদিন যাননি কেজরিওয়াল। এবার এমন সময়ে ঘটনাচক্রে নোটিস পাঠানো হল, যখন দিল্লিতে ব্যাপক তোড়তোড় চলছে বিরোধী জোটের বৈঠক নিয়ে।

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হবে মঙ্গলবার। সেই জোটে নীতীশ কুমার,কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন প্রমুখ উপস্থিত থাকবেন। আবার জোটের মধ্যেই প্রেসার গ্রুপ তৈরির চেষ্টা চলছে তার আগেই। এরই মধ্যে কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে ইডি-র চিঠি। তবে রাজ্য বিজেপি নেতা মনোজ তিওয়ারি এদিন বলেন, কেজরিওয়াল যদি ধোয়া তুলসীপাতা হন, তাহলে ইডিকে এড়িয়ে যাচ্ছেন কেন! ওনার তো ভয় পাওয়ার কারণ নেই। তাহলে কি মদ কেলেঙ্কারির উনিই মাথা! সেই জন্যই কি ভয় পাচ্ছেন?

পাশাপাশি,এই বিষয়ে আম আদমি পার্টির মুখপাত্র বলেছেন, “এতে ছন্দপতন ঘটেনি। বরং আগাম আন্দাজ করা যাচ্ছিল যে,ইন্ডিয়া জোটের বৈঠকের সময়ে ইডি-সিবিআই সক্রিয় থাকবে। সুতরাং ওরা ঠিক লাইনেই এগোচ্ছে।অবশ্য এর চেয়ে বেশি প্রত্যাশা করা যায় না বিজেপির কাছে থেকে। বরং বিজেপি কী কী করতে পারে তা এখন সাধারণ মানুষও বলে দিতে পারবে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved