Home National লোকসভায় মোদীর জয় নিয়ে বাইরের দেশগুলির ধারণা কি, জানালেন প্রধানমন্ত্রী

লোকসভায় মোদীর জয় নিয়ে বাইরের দেশগুলির ধারণা কি, জানালেন প্রধানমন্ত্রী

by Shreya Maji
58 views

মহানগর ডেস্ক:  ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয় নিয়ে আগেই আত্মবিশ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির কার্যনির্বাহী সভায় সেই আত্মবিশ্বাসের সুর আরও একবার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতে। নমো এদিন বলেছেন,  চলতি গ্রীষ্মে লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসবে তা বাইরের দেশও জানে।

নয়াদিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনের সমাপনী দিনে বিজেপি কর্মী ও নেতাদের উদ্দেশে প্রধান্মন্ত্রী বলেছেন,  “লোকসভা নির্বাচন এখনও হতে পারে, তবে জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য আমার কাছে ইতিমধ্যে বিদেশী দেশগুলি থেকে আমন্ত্রণ রয়েছে৷ এর অর্থ হল অন্যান্য দেশগুলিও আত্মবিশ্বাসী৷ বিজেপি সরকার ক্ষমতায় ফিরছে। তারাও জানে  আসলে মোদীই আসবে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন যে তিনি ক্ষমতা উপভোগ করতে তৃতীয় মেয়াদ চাইছেন না, বরং দেশের জন্য কাজ করতে চাইছেন।  প্রধানমন্ত্রীর  কথায়, ” আমি যদি আমার বাড়ির কথা ভাবতাম, তাহলে কোটি মানুষের বাড়ি তৈরি করা সম্ভব হতো না।” তিনি প্রধান দলের বৈঠকের জন্য দিল্লির ভারত মণ্ডপে জড়ো হওয়া বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী  ১০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমোর কথায়,  “আগামী  ১০০দিনের মধ্যে, আপনাদের প্রতিটি নতুন ভোটারের  সঙ্গে  সংযোগ স্থাপন করতে হবে, প্রতিটি সুবিধাভোগী, প্রতিটি বিভাগ, প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ধর্মে বিশ্বাসী প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছাতে হবে। আমাদের সবার আস্থা অর্জন করতে হবে।”

ভোট নিয়ে এদের সভা থেকে যে কমিদের যে যুদ্ধের সমস্ত রকম প্রস্তুতির নিরদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তা আর বলার অপেক্ষা রাখে না।  কেন্দ্রে  বিজেপি সরকাররে ১০   বছরের  হিসাব তুলে ধরে তিনি বলেন, “গত ১০ বছরে, ভারত অভূতপূর্ব গতি অর্জন করেছে এবং উল্লেখযোগ্য লক্ষ্য অর্জনের সাহস অর্জন করেছে। ভারত আজ প্রতিটি ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে, প্রতিটি নাগরিককে মহান সংকল্পের অনুভূতির সাথে সংযুক্ত করেছে। এবং এই সংকল্প হল – একটি উন্নত ভারত। আমাদের অবশ্যই ভারতকে উন্নত করতে হবে, এবং এতে, আগামী ৫ বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ৫ বছরে ভারতকে আগের থেকে অনেক দ্রুত গতিতে কাজ করতে হবে।” এদিন বিজেপির টার্গেট স্থির করার পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করেছেন। বলেছেন,  “কংগ্রেসের সবচেয়ে বড় পাপ হল যে এটি দেশের সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দিতে দ্বিধা করেনি। কংগ্রেস ভারতের জাতীয় নিরাপত্তা এবং সামরিক শক্তির ক্ষতি করতে কোনো  চেষ্টার ত্রুটি রাখেনি।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved