Home National কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কড়া নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কড়া নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করলেন তিনি। রাজ্য সরকারকেও এ বিষয়ে দায়ী করতে ছাড়েননি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যাদবপুরের প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা রাজ্য। এরই মধ্যে কলকাতায় এক খুঁটি পুজোতে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

এপ্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউ জি সির নিয়ম মানতে বাধ্য। ইউ জি সি আইনের অধীনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অ্যান্টি র‍্যাগিংসম্পর্কিত একাধিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন বসানো হয়নি সিসি ক্যামেরা? এ বিষয়ে রাজ্য সরকার কোন দায় এড়াতে পারেননা।

আরও পড়ুন: দুর্নীতিতে জেরবার দুই দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-রেলওয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ 

তিনি আরও বলেন, “র‍্যাগিং রুখতে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল তা না নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং সেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাইরের ছাত্র ছাত্রী কিভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে? ইউজিসির নিয়ম লঙ্ঘন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্য সরকারকে এ বিষয়ে করা পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা দফতর ও রাজ্য সরকার দায় এড়াতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইউজিসি।”

তিনি জানান, র‍্যাগিং রোধ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ইউজিসির।বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাঠানো রিপোর্টে সন্তুষ্ট নয় ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করতে চেয়ে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন ইউজিসি-র আধিকারিকরা। ইউজিসির চেয়ারম্যান সাফ জানিয়ে দেন ছাত্রদের নিরাপত্তার জন্য ইউজিসির পাঠানো নির্দেশিকা মেনেই চলতে হবে। পরবর্তীতে ইউজিসির আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved