Home National ১৩ মার্চের পর ঘোষণা করা হতে পারে লোকসভা নির্বাচনের তারিখ

১৩ মার্চের পর ঘোষণা করা হতে পারে লোকসভা নির্বাচনের তারিখ

by Shreya Maji
75 views

মহানগর ডেস্ক: লোকসভা যুদ্ধের ঘণ্টা বেজে গিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রচারও। ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর , নির্বাচন কমিশন সম্ভবত  ১৩ মার্চের পরে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে।  লোকসভা নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করতে নির্বাচন কমিশন একাধিক রাজ্যে সফর করছে এবং  তা সম্পন্ন হলে তারিখ ঘোষণা করা হবে। শুক্রবার  সূত্র জানিয়েছে এমনটাই।

কেন্দ্রীয় নির্বাচনী সংস্থার কর্মকর্তারা বর্তমানে তামিলনাড়ু সফর করছেন, যার পরে উত্তর প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর যাবে।  ১৩ মার্চের আগে রাষ্ট্রীয় সফর শেষ হওয়ার কথা রয়েছে। বাংলার পরিস্থিতিও খতিয়ে দেখা হবে। কমিশন, গত কয়েক মাস ধরে রাজ্য গুলির অবস্থা পর্যবেক্ষণ করতে দল গঠন করেছে।   সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। মুখ্য নির্বাচনী আধিকারিকরা সমস্যার ক্ষেত্রগুলি তালিকাভুক্ত করেছেন। যার মধ্যে রয়েছে ইভিএমের ব্যবহার, অফিসারদের নিরাপত্তা, নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয়তা, সীমান্তে সতর্কতা কঠোর করা। এঝানেই শেষ নয়, মে মাসের আগে অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিচালনার জন্য নির্বাচন কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) প্রযুক্তি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য প্রচার এবং অপসারণের জন্য ECI কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি  বিভাগ তৈরি করেছে।
কোনও দল বা প্রার্থী নিয়ম লঙ্ঘন করতে থাকে, কমিশন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত বলেই জানানো হয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অ্যাকাউন্ট স্থগিত করতে বা ব্লক করতে বলা বলে বলেই সরকারি সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে যে ৯৬.৮৮ কোটি মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য যা বিশ্বের বৃহত্তম ভোটার হিসাবে পরিণত হয়েছে। এর বাইরে অতিরিক্তভাবে ১৮-১৯ বছর বয়সী ১.৮৫ কোটি  মানুষ ভোট দেবে। সব মিলিয়ে দেশজুড়ে সুষ্ঠু ভাবে ভোট পরিচালনা করতে সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে। কোনও রকম বেআইনি কাজ রেয়াত করা হবে না বলে জানানো হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved