Home National বহিষ্কৃত দলের সাংসদ মহুয়া মৈত্র, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বহিষ্কৃত দলের সাংসদ মহুয়া মৈত্র, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

by Mahanagar Desk
8 views

মহানগর ডেস্ক: এথিকস কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সংসদে টাকার বদলে সরকারের সমালোচনা করার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। দলের সাংসদের বহিষ্কার নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিজেপির প্রতিহিংসামূলক কাজ বলে বর্ণনা করেছন। বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছে ঘুষ, বিলাসবহুল সামগ্রী নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি মন্দ আলোয় আনার চেষ্টা করেছেন।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন এটা বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি। ওরা গণতন্ত্রকে খুন করেছে। এটা অবিচার ছাড়া কিছু নয়। যুদ্ধে মহুয়াই জিতবে। মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। লোকসভা ভোটে বিজেপি হারবে। রীতিমতো ক্ষুব্ধ মমতা বলেন এই ঘটনা সংসদীয় গণতন্ত্রের পক্ষে লজ্জার। যেভাবে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে, তার নিন্দা করছেন তাঁরা। দল তাঁর পাশে রয়েছে। ভোটে বিজেপি তাঁদের হারাতে পারবে না। তাই এমন প্রতিহিংসার রাস্তা বেছে নিয়েছে। এদিন খুবই খারাপ এক দিন। সংসদীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতার নিদর্শন এই সিদ্ধান্ত বলে বর্ণনা করেন তৃণমূল সুপ্রিমো। তাঁদের দলের সাংসদকে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর দাবি সংসদে বিপুল ভোট পেয়েই ফিরবেন মহুয়া। গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে মমতা বলেন বিজেপি মনে করে তারা যা খুশি তাই করতে পারে। তাদের মনে রাখা রাখা দরকার একদিন তারা ক্ষমতায় না-ও থাকতে পারে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved