Home National নির্বাচনী বন্ডে সমর্থন করে দেশে “ভয়হীন” বিকাশের আশ্বাস মোদীর

নির্বাচনী বন্ডে সমর্থন করে দেশে “ভয়হীন” বিকাশের আশ্বাস মোদীর

by Mahanagar Desk
21 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রথম দফা শিরু হতে আর চারদিন বাকি। এই আবহে এনএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের নাম উল্লেখ না করে নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘দেশকে কালো টাকার ব্যবহার চলছিল নির্বাচনে! সেই ব্যবস্থা থেকে নির্বাচনের খরচকে বের করতেই ইলেক্টোরাল বন্ড আনা হয়েছে।’’

সুপ্রিম কোর্ট সরাসরি “অসাংবিধানিক” বললেও নির্বাচনী বন্ডের পক্ষে সওয়াল করে মোদী বলেন, “ভোটে কালো টাকা ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল। যদি সৎ প্রতিফলন দেখা যায়, সকলেই এক দিন এ নিয়ে অনুশোচনা করবে।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি কখনওই বলিনি একটি সিদ্ধান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত। কিন্তু বিরোধী দলগুলি নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যা প্রচার করছে। এই নিয়ে সংসদেও আলোচনা হয়েছে, ওদের প্রশ্ন করুন।’’

২০৪৭ সালের মধ্যে মোদী “বিকশিত ভারতের” পরিকল্পনা রূপায়ণের স্লোগান ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলেছে রাজনীতিতে। এই নিয়ে তৈরি হয়েছে নানা আশঙ্কা। ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাঁর সরকারের পরিকল্পনা নিয়ে কোনও জনগোষ্ঠী বা শ্রেণির শঙ্কার কোনও কারণ নেই। মোদী বলেন, ‘‘ভয় পাওয়ার কোনও কারণ নেই। কাউকে ভয় পাওয়ানো বা দমন করা আমার সরকারের লক্ষ্য নয়। যখন আমি বলি আমার বড় পরিকল্পনা রয়েছে, তখন কাউকে ভয় পাওয়া উচিত নয়। আমি কাউকে ভয় দেখানো বা তাড়ানোর জন্য সিদ্ধান্ত নিই না। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিই।’’

প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষমতার নিরিখে ভারতকে উন্নত বিশ্বে পরিণত করার পাশাপাশি সুস্থিত অর্থনৈতিক বৃদ্ধি তাঁর বিকশিত ভারত ২০৪৭ পরিকল্পনার অন্যতম অঙ্গ। কেন এমন পরিকল্পনা তাঁর সরকার গ্রহণ করল, তার ব্যাখ্যা করতে গিয়ে মোদী বলেন, ‘‘আমি সব সময় সঠিক পথে চলার চেষ্টা করেছি। তবুও আমি দেখতে পাই, যে আমার দেশে এত চাহিদা রয়েছে। আমি কী ভাবে প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণ করব, সেটাই বলার চেষ্টা করছি এই পরিকল্পনায়।’’ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘এক দেশ এক ভোট’-এর মতো বিতর্কিত বিষয়েও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। ‘এক দেশ এক ভোট’ পক্ষে সওয়াল করতে গিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘বার বার নির্বাচনের আয়োজন করতে গেলে উন্নয়ন কর্মসূচির ক্ষতি হয়।’’

প্রধানমন্ত্রী বলেন, “রাজনৈতিক নেতাদের উচিত যে প্রতিশ্রুতি তাঁরা দিচ্ছেন সেটা তাঁরা পূরণ করবেন। আমি তিন তালাক নুয়ে যা বলেছি তা করেছি, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করেছি। রামমন্দির তৈরী করেছি। রামমন্দির দীর্ঘ ৫০০ বছরের দাবি, দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে রামমন্দির নির্মান সম্পন্ন হয়েছে। বিরোধীরা রামমন্দিরকে নিয়ে ভোটের রাজনীতি করত। মন্দির নির্মাণের পর সেই রাজনীতি বন্ধ হয়েছে। রামমন্দির উদ্বোধনে আমরা ওদের আমন্ত্রণ জানাই, ওরা আসেননি। রামমন্দির আমাদের কাছে ভোটের রাজনীতি নয়, আস্থা। রামমন্দির সারা ভারতের মানুষের স্বপ্ন, উত্তর ভারত, দক্ষিণ ভাবরত বলে আলাদা কিছু নয়। ভারত বহুমতের দেশ। গঙ্গা-কাবেরী ভারতে আছে। তাই ভারতকে বিভাজিত ভাবে দেখা উচিত নয়। পঞ্জাবে যা হয় তা নাগাল্যান্ডে হয় না, নাগাল্যান্ডে যা হয় তা গুজরাটে হয় তা। এটাই ভারতের বিবিধতা। ঠিক একটি ফুলের তোড়ার মতো, ফুলের তোড়ায় যেমন অনেক রকমের ফুল থাকে। আমরা সেই বিবিধতাকেই সম্মান করি। সব মাতৃভাষাকে সম্মান করি।”

কোনও কোনও মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্র মানছে না বলে দাবি করেন, এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের বিকাশের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করি। তাঁদের সঙ্গে মত বিনিময় করে কাজ করি। করোনার সময় সব রাজ্যের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ হয়েছে। আমি চাই কমপিটিটিভ কোয়াপারেটিভ ফেডারেলিজম বজায় থাক।”

ভারতের বিদেশ নীতি প্রসঙ্গে মোদী বলেন, “আমাদের সরকারের প্রথম দিন থেকেই লক্ষ্য Act Eas। আগে বলা হত Look Eas।  সারা বিশ্বের সব দেশ যখন কোনও সংকটে বা প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে তখন প্রথম তাদের পাশে যে দেশ দাঁড়ায় তার নাম ভারত।”
কংগ্রেসকে নিশানা করে এবং নাম না তুলে গান্ধী পরিবারকে এদিন নিশানা করেন নরেন্দ্র মোদী বলেন, “দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতিকে উৎখাত করব। কংগ্রেসের মহাত্মা গান্ধী সনাতনী ছিলেন, ইন্দিরা গান্ধী রুদ্রাক্ষের মালা পরতেন, এখন সেই দল কি ভাবে রাজনীতির কারণে সনাতনবাদকে আঘাত করছে?”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved