Home National একুশ শতকেও লাদাখের গ্রামে নেই ইন্টারনেট, প্রতিবাদে শামিল ভারতের সীমান্তের শেষ গ্রামের মানুষ

একুশ শতকেও লাদাখের গ্রামে নেই ইন্টারনেট, প্রতিবাদে শামিল ভারতের সীমান্তের শেষ গ্রামের মানুষ

by Mahanagar Desk
24 views

মহানগর ডেস্ক: দেশের মানুষের কাছে যখন ফাইভ-জি নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে, সবার হাতে হাতে মোবাইল, সর্বত্রই ইন্টারনেট,তখন ভারতেরই লাদাখের গ্রামে দু-জি পরিষেবা না থাকায় সেখানকার মানুষ যোগাযোগ থেকে বঞ্চিত। ভারত-চিন সীমান্তে ভারতের শেষ গ্রাম ফোবরংয়ে উন্নতমানের ইন্টারনেট পরিষেবার জন্য সেখানকার মানুষেরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইন্টারনেট পরিষেবার দাবি জানিয়ে এলাকার মানুষ সরকার ও ইন্টারনেট প্রোভাইডারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা যাতে ইন্টারনেট পরিষেবার সুযোগ পান।

গ্রামের মানুষ একসঙ্গে এই যোগাযোগ সমস্যা দূর করতে সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন। প্রাক্তন এগজিকিউটিভ কাউন্সিলর ও রাজনৈতিক নেতা কোনচক স্ট্ঠানজিন একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে গ্রামবাসীরা মাটিতে শুয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থার বেহাল পরিস্থিতি জানিয়ে এয়ারটেলকে ফোরজি নেটওয়ার্ক পরিষেবার জন্য আবেদন জানিয়ে চলেছেন। ছোট মাত্রায় নেটওয়ার্ক চালু করার ব্যাপারে তাঁরা সবরকম সহযোগিতারও আশ্বাসও দিয়েছেন।

শান্তিপূর্ণ অবস্থানকারী এক মহিলা জানিয়েছেন একুশ শতকে বাস করলেও তাঁরা ইন্টারনেটের সুবিধে থেকে বঞ্চিত। এতে যারপরনাই হতাশ গ্রামের মানুষ। সীমান্তবর্তী এলাকায় থাকার সুবাদে তাঁরা সবসময়ই দেশকে সমর্থন করে এসেছেন। এমনকী কোভিড ও লকডাউনে তাঁরা উন্নতমানের নেটওয়ার্কের আশা করেছিলেন। এ ব্যাপারে শাসক বিজেপি সরকারের কাছে দাবি জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। তাঁদের প্রশ্ন ভারতের সীমান্তে শেষ গ্রামে কেন বেসরকারি সংস্থার পরিষেবা পৌঁছচ্ছে না।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved