Home National অক্ষয় তৃতীয়ায় পুণ্য তিথিতে খুলে গেল কেদারনাথ সহ চার ধামের দরজা, যাবেন কিভাবে…

অক্ষয় তৃতীয়ায় পুণ্য তিথিতে খুলে গেল কেদারনাথ সহ চার ধামের দরজা, যাবেন কিভাবে…

by Shreya Maji
31 views

মহানগর ডেস্ক:  আজ  অক্ষয় তৃতীয়া। এই পুণ্য দিনে খুলে গেল কেদারনাথ সহ চার ধামের দরজা । দরজা খুলতেই নেমেছে ভক্তদের ঢল।কেদারনাথ ধামের দরজা সাজানো হয়েছে   ৪০ কুইন্টাল ফুল দিয়ে  । খুলল গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও। কেদারনাথে নেমেছে ভক্তদের ঢল।

মন্দিরের দরজা খোলার সময় হেলিকপ্টারে করে পুণ্যার্থীদের ওপর ফুলও বর্ষণ করা হয়। শুক্রবার পূর্ণ আচার-অনুষ্ঠানের পরেই  খুলে দেওয়া হল উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের দরজা। এর সঙ্গেই শুরু হল কেদারনাথ ধাম যাত্রা।  ৪০০০ তীর্থযাত্রীর একটি দল বৃহস্পতিবার ঋষিকেশ থেকে বাবা কেদারকে দেখতে রওনা হয়েছিল। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কেদারনাথ মন্দিরে বাবাকে দেখা  যাবে।  শুক্রবার বাবা কেদারের দরজা খোলার পরে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছিলেন যে যাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য সম্পূর্ণ যত্ন নেওয়া হয়েছে।

উল্লেখ্য,  অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশনের সুবিধার কারণে, কেদারনাথ ধামে যাওয়া তীর্থযাত্রীদের খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না। তবে ঋষিকেশে দীর্ঘ লাইনের কারণে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। আসলে, কেদারনাথ মন্দির চারধাম তীর্থযাত্রা সার্কিটের অংশ। এটি দেশের ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। কেদারনাথ মন্দিরের পিছনে, কেদারনাথ চূড়া, কেদার গুম্বাদ এবং অন্যান্য হিমালয় পর্বতশৃঙ্গ রয়েছে।

কেদারনাথ যাবেন কিভাবে… 

কেদারনাথ ধাম যাওয়ার জন্য আপনি ট্রেনে জযেতে পারেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঋষিকেশ স্টেশনে পৌঁছানো যায়। ঋষিকেশ রেলওয়ে স্টেশন থেকে NH-58 হয়ে কেদারনাথ ধাম যাওয়া যায়। এর মাধ্যমে ২১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছানো যায়। এছাড়া সড়কপথে গৌরীকুন্ডে যাওয়া যায়। উত্তরাখণ্ডের প্রধান স্থান যেমন দেরাদুন, ঋষিকেশ, হরিদ্বার, পাউরি, তেহরি, উত্তরকাশী, শ্রীনগর, চামোলি ইত্যাদি থেকে বাস সহজে পাওয়া যায়। গৌরীকুন্ড NH-109-এ অবস্থিত, যা রুদ্রপ্রয়াগকে কেদারনাথের সাথে সংযুক্ত করে।

শুধু ট্রেন নয়  যেতে পারেন  প্লেনেও  । কেদারনাথের নিকটতম বিমানবন্দর হল জলি গ্রান্ট। এটি কেদারনাথ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে আপনি হেলিকপ্টার সুবিধা নিতে পারেন। এছাড়াও এখানে রয়েছে মধ্যমহেশ্বর মন্দির, কল্পেশ্বর মন্দির, রুদ্রনাথ মন্দির, বাসুকি তাল ট্রেক, চোরাবাড়ি তাল, চোপতা-তুঙ্গনাথ-চন্দ্রশিলা ট্রেকের মতো অনেক মনোরম ও আধ্যাত্মিক স্থান।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved