Home National ১৮ মাস ধরে ছক কষা হয়েছিল সংসদ হানার, যোগাযোগ চলতো সোশ্যাল মিডিয়া পেজে

১৮ মাস ধরে ছক কষা হয়েছিল সংসদ হানার, যোগাযোগ চলতো সোশ্যাল মিডিয়া পেজে

by Mahanagar Desk
11 views

মহানগর ডেস্ক: এক মাস দু মাস নয়। অন্তত আঠেরো মাস ধরে পুংখানুপুঙ্খভাবে বৈঠক করে ছক কষা হয়েছিল বুধবারের সংসদ হামলার। অভিযুক্তরা বিভিন্ন রাজ্যের তবে সবার সঙ্গে সবার যোগ ছিল একটি জায়গায়। সোশ্যাল মিডিয়ায় তাদের মিডিয়া পেজের নাম ছিল ভগত সিং ফ্যান ক্লাব। ওই সূত্রেই যোগাযোগ চলতো। এ খবর জানিয়েছে পুলিশ। ২০০১ সালের সংসদ হামলার বর্ষপূর্তিতে লোকসভায় দেখা যায় জিরো আওয়ারে সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে দুই যুবককে ভিজিটর গ্যালারি থেকে লাফ দিতে দেখা যায়। দুজনই হলুদ ধোঁয়া ভরা ক্যানিস্টার দিয়ে সাংসদদের ডেস্ক টপকে লোকসভার অধ্যক্ষের দিকে এগিয়ে যায়। সেসময়ই সাংসদেরা তাদের ধরে ফেলে মারধর করেন।

অন্যদিকে সংসদের বাইরে হরিয়ানার বাসিন্দা নীলম আজাদ ও মহারাষ্ট্রের বাসিন্দা অমল শিন্ডে নামে দুজন ক্যানিস্টার থেকে হলুদ ও লাল ধোঁয়া ছাড়তে ছাড়তে স্লোগান দিতে থাকেন তানাশাহি নাহি চলে গা। জানা গিয়েছে সাগর শর্মা লখউয়ের বাসিন্দা এবং মনোরঞ্জনের বাড়ি মাইশোরে। আর দুই অভিযুক্তের মধ্যে বিহারের ললিত ঝাঁ নীলম ও শিন্ডের ক্যানিস্টার থেকে হলুদ ও লাল ধোঁয়া বের করার ভিডিও তুলতে থাকে। আরেক অভিযুক্ত ভিকি শর্মার বাড়িও বিহারে। দিল্লি পুলিশ জানতে পেরেছে আঠেরো মাস আগে মাইসুরুতে তাদের প্রথম বৈঠক হয়। বৈঠকে বেকারত্ব,মুদ্রাস্ফীতি-মণিপুরে হিংসা-সহ বিভিন্ন ইস্যু সংসদে সম্ভাব্য আলোচনার কথা মাথায় রেখে বিষয়গুলি সবার নজরে আনার জন্য কীভাবে তা করা যায়, তা আলোচনা করা হয়।

আরেকটি বৈঠক হয় এ বছর ন মাস আগে। সেখানে সংসদে হামলার বিষয়টি কীভাবে করা হবে,তার চূড়ান্ত রূপরেখা নিয়ে কথা হয় বলে জানিয়েছে পুলিশ। বৈঠকটি ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের প্রতিবাদ চলাকালীন চণ্ডীগড় বিমানবন্দরের কাছে। তার প্রায় চার মাস পরে জুলাই মাসে সাগর শর্মা লখনউ থেকে দিল্লি গিয়ে রেকি করে। সংসদে হামলার আগে প্রথম সেশনের আগে নতুন সংসদভবনে ঢোকার চেষ্টা করলেও সফল হয়নি। বাইরে থেকে সংসদভবন খুঁটিয়ে দেখে সাগর। নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নিয়ে খুঁটিনাটি নোট  নেয় সে। ফিরে গিয়ে সবাইকে তা জানায়।

সংসদে হামলার বর্ষপূর্তিতে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সংসদের নিরাপত্তা লঙ্ঘন করার পরিকল্পনা নিয়ে সাগর শর্মা,নীলম,মনোরঞ্জন ও শিন্ডে রাজধানীতে পৌঁছয়। দশ তারিখে ভিকি শর্মার বাড়িতে তারা সবাই যায়। সেখানে বুধবার পর্যন্ত থাকে। তারা নিজেদের শহর থেকেই ক্যানিস্টার সংগ্রহ করে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সেগুলি দিল্লি নিয়ে আসে। প্রথমে ছজনেরই সংসদ ভবনে ঢোকার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সাগর ও মনোরঞ্জনই ভিজিটর পাস পায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved