HomeBengalবার্ধক্য ভাতা আবেদনকারীর সংখ্যা ছাড়ালো লক্ষ! বাড়ানো হলো ক্যাম্পের সময়সীমা

বার্ধক্য ভাতা আবেদনকারীর সংখ্যা ছাড়ালো লক্ষ! বাড়ানো হলো ক্যাম্পের সময়সীমা

- Advertisement -

মহানগর ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তত ৭০ হাজার মানুষকে রাজ্য সরকারের বার্ধক্য ভাতার বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, সেই লক্ষ্যমাত্রা তো বটেই, ভাতার জন্য আবেদনকারীর সংখ্যা এ বার লক্ষ ছুঁয়ে যেতে পারে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওই কেন্দ্রের একাধিক জায়গায় ক্যাম্প করে বার্ধক্য ভাতার আবেদনপত্র গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। সেই মতই হবে কাজ।

অভিষেক দক্ষিণ ২৪ পরগনার ফলতার সভায় এই প্রতিশ্রুতি দেন। তারপর ডায়মন্ড হারবার লোকসভার প্রতিটি বিধানসভা এলাকায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্যাম্প করতে শুরু করেন তৃণমূলকর্মীরা। জোড়াফুল শিবিরের স্বেচ্ছাসেবকরা কোনও কোনও জায়গায় বাড়ি বাড়ি গিয়েও আবেদনপত্র সংগ্রহ করেছেন।এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব মনে করছেন, সার্বিক ভাবে ভাতার জন্য আবেদন লক্ষের কাছাকাছি পৌঁছতে চলেছে।

ক্যাম্প করে অ্যাপ্লিকেশন গ্রহণ শুরু হওয়ার প্রথম ছ’সাত দিনেই ৫০ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে। এমনটাই বক্তব্য ডায়মন্ড হারবারের দলীয় নেতৃত্বের একাংশের।অভিষেক মাস কয়েক আগে ফলতায় জানিয়েছিলেন, বার্ধক্য ভাতার জন্য ক্যাম্পগুলি থেকে আবেদনপত্র গ্রহণের পর সেগুলি জমা দেওয়া হবে রাজ্য সরকারের কাছে। তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, ভাতার আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ক্যাম্পগুলিতে এত ভালো সাড়া মিলেছে, যা দেখে ক্যাম্প চালানো হতে পারে আরও এক সপ্তাহ।

Most Popular