Home Kolkata চলতি সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভায় হতে পারে ছোটখাটো রদবদল

চলতি সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভায় হতে পারে ছোটখাটো রদবদল

by Mahanagar Desk
23 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে নতুন বছরের শুরুতেই। ইতিমধ্যেই দেশের সরকার গঠনের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলার শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলই। লোকসভা নির্বাচনের আগে রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা?নবান্নের অলিন্দে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভায় চলতি সপ্তাহেই ছোটখাটো রদবদল হতে পারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই দিল্লি যাচ্ছেন।মুখ্যমন্ত্রীর ১৭ ডিসেম্বর রাজধানী রওনা হওয়ার কথা।নবান্ন সূত্রে খবর,দিল্লি রওনা হওয়ার আগে রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো বদল করতে পারেন মমতা। মনে করা হচ্ছে,পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, একাধিক নতুন মুখকে সামনে এনে মমতা চমক দিতে পারেন সবাইকে।

মুখ্যমন্ত্রী ১৭ ডিসেম্বর দিল্লি পৌঁছবেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২০ ডিসেম্বর বৈঠক রয়েছে তাঁর। বড়দিনের উৎসবের আমেজ শুরু হয়ে যাবে দিল্লি থেকে কলকাতা ফিরতেই। সেই কারণেই মন্ত্রিসভার রদবদলের প্রবল সম্ভাবনা রয়েছে মমতার দিল্লি সফরের আগেই। তবে এখনও এই নিয়ে কিছুই জানানো হয়নি সরকারিভাবে।

You may also like