Home National সিকিমে আটকা পড়া ৮০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী, আবার কি হল…

সিকিমে আটকা পড়া ৮০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী, আবার কি হল…

by Shreya Maji
15 views

মহানগর ডেস্ক: শীতের মরশুম তাই পাহাড়ে ভিড় বাড়ছে পর্যটকদের। কিন্তু পাহাড়ে বিপদও ওঁত পেতে থাকে। ভারতীয় সেনাবাহিনী বুধবার পূর্ব সিকিমের উচ্চ উচ্চতার এলাকায় আটকা পড়া ৮০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে বলেই কর্মকর্তারা জানিয়েছেন।

তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বৃদ্ধ, মহিলা এবং শিশু সহ পর্যটকরা পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় আটকা পড়েছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে।  ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস দ্বারা উদ্ধার অভিযান বুধবার  সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল এবং সমস্ত আটকে পড়া পর্যটকদের নিরাপদ এলাকায় সরানো হয়েছে এবং আশ্রয়, গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার সরবরাহ করা হয়েছে। সেনারা আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করতে তাদের ব্যারাক খালি করেছে।

উল্লেখ্য, অক্টোবরে ভয়াবহ বন্যার সাক্ষী থেকে এই সিকিমই। বন্যায় বিধ্বস্ত হয়ে পড়ে সিকিম।   বিচ্ছিন্ন হয়ে  যায় এই রাজ্য। মেঘ ভাঙা বৃষ্টির জেরে লোনাক লেকের জলাধার থেকে জল যায়  তিস্তা নদীতে। সেখান থেকেই শুরু হয় ভয়াবহ বন্যা। শতাধিক মানুষের প্রানহানি হয়। ধ্বংস হয় বহু ব্রিজ।

You may also like