Home National মহুয়া মৈত্রকে নিয়ে শুনানি কবে? জেনে নিন কী বলছে সুপ্রিম কোর্ট 

মহুয়া মৈত্রকে নিয়ে শুনানি কবে? জেনে নিন কী বলছে সুপ্রিম কোর্ট 

by Mahanagar Desk
12 views

মহানগর ডেস্ক: সুপ্রিম কোর্টে ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ বিতর্কে তাঁকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মহুয়া মৈত্র যে আবেদন করেছেন, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তার সংক্ষিপ্তসার ই-মেল করে পাঠানোর নির্দেশ দিলেন। দেশের সর্বোচ্চ আদালতের তরফে সেই আবেদন খতিয়ে দেখার পরেই মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বুধবার মহুয়ার তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে এ কথা জানিয়ে দিয়েছেন।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন যে,অসাংবিধানিক প্রক্রিয়ায় তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে। এনিয়ে দু’দিন আগেই মামলা ফাইল করা হয়েছিল।বিচারপতি সঞ্জয় কিষেণ কওলের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে এদিন তাঁর হয়ে সিঙ্ঘভি মামলাটি মেনশন করেন। বিচারপতি কওল সিঙ্ঘভিকে জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সামনে মামলাটি মেনশন করতে৷ বিচারপতি কওল জানান, ‘প্রয়োজনে তিনিই মামলাটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷’

সিঙ্ঘভি এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতির এজলাসে আবার মহুয়া মৈত্রর দায়ের করা মামলাটি মেনশন করেন। যাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দ্রুত শুনানি হয় মামলাটির, তার আর্জিও জানান৷ তখনই প্রধান বিচারপতি সিঙ্ঘভিকে বলেন, এই মামলার সংক্ষিপ্তসার সম্বলিত একটি ই-মেল তাঁকে পাঠাতে৷ শুনানির দিন ঠিক হবে সেটা খতিয়ে দেখার পরে। এরমধ্যে সুপ্রিম কোর্টে শীতের ছুটি শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে।এখন তারমধ্যে মামলার শুনানি শুরু হয় কি না, সেটাই দেখার বিষয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved