Home Health বেঙ্গালুরুর নামী রেস্তোরাঁয় চিকেনের ডিসে মরা আরশোলা,হুলুস্থুল

বেঙ্গালুরুর নামী রেস্তোরাঁয় চিকেনের ডিসে মরা আরশোলা,হুলুস্থুল

by Mahanagar Desk
8 views

মহানগর ডেস্ক: নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে মাঝেমাঝেই খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে অনেককে। কখনও মরা ইঁদুর,আবার কখনও আরশোলা পাওয়া গিয়েছে সার্ভ করা খাবারের ডিসে। কোথায়ও তারিয়ে তারিয়ে খাবেন,তা নয়, উল্টে বিরক্ত হয়ে ডিস সরিয়ে রাখতে হচ্ছে তাঁদের। এমন দূষিত ও অস্বাস্থ্যকর খাবারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর আগে হায়দ্রাবাদে বিরিয়ানি খেতে গিয়ে গা গুলনো অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে ক্রেতাকে। এমনকী পঞ্জাবের জলন্ধরে নিরামিষ থালিতে মিলেছে মরা ইঁদুর। তা নিয়ে ধুন্ধুমারও হয়। এবার বেঙ্গালুরুতে জমিনদার নামে এক নামী রেস্তোরাঁয় চিকেনের ডিস অর্ডার দিয়ে রীতিমতো বিশ্রি অভিজ্ঞতার শিকার হলেন এক ক্রেতা।

টেবিলে চিকেন ডিস পরিবেশন করার পর ক্রেতা দেখলেন চিকেনের ডিসে মরা একটা আরশোলা পড়ে রয়েছে। গা ঘিনঘিন করার ঘটনার পরই ক্রেতা মোবাইলে ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। প্রশ্ন তোলেন নামী রেস্তোরাঁর খাবারের মান নিয়ে। সেইসঙ্গে সবাইকে সতর্কও করে দেন। রেডিটে তাদের খাবারের ছবি তুলে পোস্ট করেন। ছবিতে দেখা যায় আরশোলাটি রাইসের সঙ্গে মিশে লেপ্টে রয়েছে। কলাপাতার খাবার পরিবেশন করার পর যখন খিদে চনমন করছিল,ঠিক তখনই মরা আরশোলা চিকেন ডিসে দেখে ক্রেতার খিদে উধাও। তবে এধরণের ঘটনা নতুন নয়। নামী রেস্তোরাঁ বা খাবার ডেলিভারি সংস্থার খাবারে মরা আরশোলা, ইঁদুর থাকার ঘটনা নিয়ে এর আগেও হইচই হয়েছে। বিরিয়ানিতে মরা টিকটিকি মিলেছে হায়দ্রাবাদের একটি নামী রেস্তোরাঁয়। গত নভেম্বর মাসে হায়দ্রাবাদের একটি রেস্তোরাঁয় একটি আরশোলা বিরিয়ানির সঙ্গে রান্না করা অবস্থায় সার্ভ করা হয়েছিল।     

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved