Home National অপেক্ষার অবসান, দেশে ফিরেই ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী 

অপেক্ষার অবসান, দেশে ফিরেই ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী 

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ইসরোর সাফল্যে গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদী যোগদান করেছিলেন এই লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম স্পর্শ করার পরই আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। বিশ্বের ইতিহাসের পাতায় ভারতের নয়া ইতিহাস রচনা হতেই প্রতিটি ভারতবাসী উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রতিটি বাড়িতেই যেনো উৎসব শুরু হয়ে গিয়েছে। জানেন কি, দেশে ফেরার পর প্রথমেই প্রধানমন্ত্রী যাবেন ইসরোয়।

রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত চতুর্থ দেশ, যারা চাঁদে পৌঁছল। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরই ইসরোর বিজ্ঞানীদের ভার্চুয়ালি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী। দুটি দেশের সফর করে আজ ফেরার পালা নমোর। দেশে ফেরার আগে যে কথা তিনি দিয়েছিলেন, এই কথা রাখবেন তিনি। দেশে ফিরে সবার আগে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। চাঁদের বুকে বিক্রমের সফল অবতরণের পর প্রধানমন্ত্রীর ভাষণে বলেন. “হমনে ধরতি পর সংকল্প কিয়া অর চাঁদ পে উসে সাকার কিয়া…”। তাইতো আজ দেশে পৌঁছেই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।

আরও পড়ুন: প্রকল্পে আর্থিক তছরুপ, বাংলায় বন্ধ ১০০দিনের কাজ, পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী কে

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর সুসম্পন্ন হয়েছে মোদীর। ব্রিকস শীর্ষ সম্মেলন সফল হয়েছে ঐতিহাসিক ভাবেই। X হ্যান্ডেলে মোদী সেকথা জানান দেশবাসীকে। আন্তর্জাতিক স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। অবশেষে বিদেশ সফর সেরে আজ মাটিতে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রম পদার্পণের সময় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ফিরে শীঘ্রই তিনি ইসরোর সমস্ত বিজ্ঞানী, যাঁরা চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি।

অবশেষে নিজের কথা রাখছেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা-গ্রিস হয়ে আজ দেশে ফিরে কর্নাটকের বেঙ্গালুরুতে যাবেন তিনি। তারপরেই ইসরোর সদর দফতরে পৌঁছাবেন। সাক্ষাৎ করবেন , ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved